Friday || June 25, 2021 Online Tech News Portal
img

আবারও ভয়ঙ্কর করোনা, ছাড়িয়ে গেল একদিনে আক্রান্তের সব রেকর্ড

Posted on : 2020-05-21 13:10:32

News Source : বাংলাদেশ প্রতিদিন, ২১ মে, ২০২০ ০৬:০৩

আবারও ভয়ঙ্কর করোনা, ছাড়িয়ে গেল একদিনে আক্রান্তের সব রেকর্ড

বিশ্বব্যাপী আরও ভয়াবহ হয়ে উঠল করোনাভাইরাস। ভাইরাসটি সূচনার পর থেকে এখন পর্যন্ত একদিনে আক্রান্তের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী ১ লাখ ৬ হাজার নতুন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর তথ্য রেকর্ড করেছে সংস্থাটি, যা গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনে ভাইরাসটি উৎপত্তি হওয়ার পর থেকে সর্বোচ্চ। খবর রয়টার্সের।

করোনাভাইরাসের এই ভয়ঙ্কর চিত্র তুলে ধরে এদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম গ্রেব্রেয়াসুস বলেন, “আমাদেরকে এই ভাইরাসের সঙ্গে আরও অনেক দূর পথ পাড়ি দিতে হবে।”
নতুন করে ভাইরাসটির উত্থানের বিষয়ে তিনি বলেন, “বিভিন্ন দেশে লকডাউন শিথিল করায় আক্রান্তের সংখ্যা ব্যাপকভাবে বাড়ছে, বিশেষ করে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে।”

উল্লেখ্য, এই ভাইরাসের বিষাক্ত ছোবলে বিশ্বের ২১৩টি দেশে এখন পর্যন্ত (বৃহস্পতিবার ভোর পৌনে ৬টা) মোট আক্রান্ত হয়েছে ৫০ লাখ ৭৯ হাজার ৮৯৬ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ২৯ হাজার ১৮১ জনের।

আন্তর্জাতিক