Saturday || April 20, 2024 Online Tech News Portal
img

চীন ও বাংলাদেশের স্বাস্থ্য বিশেষজ্ঞদের ভিডিও বৈঠক

Posted on : 2020-04-14 07:08:31

News Source : ডিজিবাংলা.টেক, এপ্রিল ১৩, ২০২০

চীন ও বাংলাদেশের স্বাস্থ্য বিশেষজ্ঞদের ভিডিও বৈঠক

করোনা মোকাবেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ ও চীনের স্বাস্থ্য বিশেষজ্ঞরা অভিজ্ঞতা বিনিময় করেছেন। ঢাকাস্থ চীনা দূতাবাসের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের ভিডিও কনফারেন্স সমাধানসহ যাবতীয় প্রযুক্তিগত সুবিধা প্রদান করে বিশ্বের শীর্ষস্থানীয় আইসিটি সমাধান সরবরাহকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে।
হুয়াওয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার জানানো হয়, বাংলাদেশ থেকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং ছাড়াও ন্যাশনাল ইন্সটিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন (নিপসম), স্বাস্থ্য অধিদপ্তর এবং দেশের ছয়টি ভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা সম্প্রতি অনুষ্ঠিত এই ভিডিও কনফারেন্সটিতে অংশ নেন। এ সময় সকল প্রান্ত থেকে প্রযুক্তি ও কারিগরি সহযোগিতা ও সংযোগ নিশ্চিত করে হুয়াওয়ে।
হুয়াওয়ে সাংহাই কনফারেন্স সেন্টার থেকে এই ভিডিও কনফারেন্সে অংশ নেন চীনের হুয়াশান হসপিটাল অব ফুডান ইউনিভার্সিটির অধ্যাপক এবং সেন্টার ফর ইনফেকশাস ডিজিজের প্রধান ডা. ঝাং উয়েনহং। চীনে করোনা মোকাবেলার বাস্তব অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি তিনি বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিত্সকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
চীনের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে ডা. ঝাং উয়েনহং বলেন, কোভিড-১৯ অল্প কিছুদিনের মধ্যে শেষ হবে বলে মনে হচ্ছে না। তবে এর মৃত্যুর হার ২ থেকে ৩ শতাংশে নামিয়ে আনা সম্ভব।

জাতীয়