Thursday || April 18, 2024 Online Tech News Portal
img

করোনা উপসর্গ নিয়ে আরো আট জনের মৃত্যু

Posted on : 2020-04-21 04:20:36

News Source : ইত্তেফাক, ০৭:৪৯, ২১ এপ্রিল, ২০২০

করোনা উপসর্গ নিয়ে আরো আট জনের মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে রাজশাহী, পঞ্চগড়, লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন স্থানে গত দুই দিনে অন্তত আট জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মারা গেল মোট ১৫৮ জন।

স্টাফ রিপোর্টার, রাজশাহী জানান, রবিবার দিবাগত রাতে রাজশাহীর মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে পূর্ণিমা (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তার দেহের নমুনা সংগ্রহ করা হয়েছে। মৃত পূর্ণিমা উপজেলার কেশরহাট পৌরসভার খড়পট্টির সুকুমারের স্ত্রী।

পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের গাইঘাটা গ্রামে হাবিবুর রহমান রাজীব (১৬) নামে এক শিক্ষার্থী করোনা উপসর্গ নিয়ে গত রবিবার মারা গেছে। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তাকে বিশেষ ব্যবস্থায় দাফন করা হবে বলে জানিয়েছেন বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলী। তিনি জানান, রাজীবের বাড়িটি লকডাউন করা হয়েছে।

রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা জানান, লক্ষ্মীপুরের রামগতিতে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মো. রাজীব (১৮) নামে ঢাকা থেকে আসা এক তরুণের মৃত্যু হয়েছে। রবিবার রাতে উপজেলার চর রমিজ ইউনিয়নের চর আফজল গ্রামের চৌধুরী বাজার এলাকায় নিজ বাড়িতে সে মারা যায়। রাজিব ঐ এলাকার জসিম উদ্দিনের ছেলে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুর রহিম জানান, পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া তার পরিবারের ১০ জন সদস্যের নমুনাও সংগ্রহ করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুচিত্র রঞ্জন দাস জানান, মৃত রাজীবের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা জানান, কুড়িগ্রামের উলিপুরে করোনা উপসর্গ নিয়ে শহিদুর রহমান (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হলে তার নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। রবিবার রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই কানিপাড়া গ্রামে নিজবাড়িতে তিনি মারা যান। নিহত ব্যক্তি টাঙ্গাইলের এক প্রবাসীর বাড়িতে কাজ করতেন বলে জানা যায়। বাড়িতে আসার পর হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় রবিবার রাতে তিনি মারা যান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার জানান, আমরা তার স্ত্রী ও ১২ বছরের মেয়েসহ তিন জনের নমুনা সংগ্রহ করে রংপুরে পাঠিয়েছি।

জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা জানান, মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল চা-বাগানের শ্রমিক দম্পতির পুত্র রবিবার রাতে মারা যায়। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত যুবক পার্শ্ববর্তী কুলাউড়া উপজেলায় একটি গরুর খামারে কাজ করত। শারীরিক অসুস্থতার কারণে প্রায় ১৩ দিন আগে সে বাড়িতে আসে। রবিবার রাতে সে মারা গেলে করোনায় তার মৃত্যু হয়েছে সন্দেহে এলাকার লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে ডা. প্রিয়জ্যোতি ঘোষ অনিকের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিক্যাল টিম তার বাড়িতে যান এবং মৃত যুবকের দেহের নমুনা সংগ্রহ করেন। পরে ধর্মীয় রীতি অনুযায়ী লাশ সৎকার করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ জানান, মৃতদেহ থেকে সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অসিম চন্দ্র বণিক জানান, ঐ যুবকের বাড়ি লকডাউন করা হয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, লক্ষ্মীপুরের রামগতির চরআফজল এলাকায় করোনা উপসর্গ নিয়ে গাজীপুর ফেরত ২২ বছরের এক হোটেল শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার রাতে ঐ হোটেল শ্রমিক নিজ বাড়িতে মারা যান। এদিকে করোনা সন্দেহে তার নমুনা সংগ্রহ করে রিপোর্টের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাড়ি লকডাউন করা হয়। স্থানীয়রা জানান, ১২ দিন আগে কর্মস্থল থেকে বাড়ি ফেরে সে। গত দুইদিন ধরে সে গলাব্যথা ও জ্বরে ভুগছিল। পরে ডায়রিয়া দেখা দিলে রবিবার রাতে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

জেলা সিভিল সার্জন ডা. আবদুল গফফার জানান, নিহত ব্যক্তি গাজীপুরের আবদুল্লাহপুর এলাকার একটি হোটেলে শ্রমিকের কাজ করতেন। সম্প্রতি বাড়িতে আসেন। বাড়িতে গলাব্যথা ও জ্বরে ভুগছিলেন তিনি। রবিবার রাতে নিজ বাড়িতে মারা যান এই হোটেল শ্রমিক।

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, গতকাল সোমবার ময়মনসিংহের ত্রিশালে করোনায় আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে।

জানা যায়, উপজেলার সাখুয়া ইউনিয়নের সর্দারবাড়ির বাবুল সর্দারের ছেলে রনি (২১) দীর্ঘদিন ধরে গাজীপুর জেলার জয়না বাজারে দোকানে কাজ করত। প্রায় ১০/১২ দিন আগে শরীরে জ্বর নিয়ে বাড়িতে আসে। গত কয়েক দিন ধরে তার শরীরে জ্বর বাড়তে থাকে এবং শুরু হয় শ্বাসকষ্ট। সোমবার দুপুরে জ্বর ও তীব্র শ্বাসকষ্ট নিয়ে সে মারা যায়। পরে তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে তার দেহে করোনা পজিটিভ ধরা পড়ে। ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নজরুল ইসলাম সোমবার রাত সাড়ে ৭টার দিকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

জাতীয়