Thursday || April 25, 2024 Online Tech News Portal
img

১৫ মে পর্যন্ত ছুটি বাড়ানো হবে : প্রধানমন্ত্রী

Posted on : 2020-05-04 08:03:16

News Source : আমাদের সময়, ৪ মে ২০২০ ১২:২৩ | আপডেট: ৪ মে ২০২০ ১২:৪০

১৫ মে পর্যন্ত ছুটি বাড়ানো হবে : প্রধানমন্ত্রী

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরকারি ছুটির মেয়াদ আগামী ১৫ মে পর্যন্ত বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সকালে গণভবন থেকে রংপুর বিভাগের জেলাগুলোর সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ তথ্য জানান।

শেখ হাসিনা বলেন, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরকারি ছুটির মেয়াদ আগামী ১৫ মে পর্যন্ত বাড়ানো হবে।’

তিনি আরও বলেন, ‘ক্ষুদ্র থেকে বড়, সব পর্যায়ের ঋণ গ্রহীতাদের দুশ্চিন্তার প্রয়োজন নেই, পরিস্থিতি বিবেচনা করে সুদ মওকুফের বিষয়ে আবারও বসে সিদ্ধান্ত নেওয়া হবে।’

সরকারপ্রধান বলেন, যারা ঋণ নিয়েছেন তাদের জন্য ২ মাসের ঋণের সুদ স্থগিত করা হয়েছে। অর্থনীতির চাকা সচল ও রোজার কারণে ক্ষুদ্রশিল্পসহ কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে। তবে এক্ষেত্রে সুরক্ষার বিষয়টি খেয়াল রাখতে সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, করোনাভাইরাসের কারণে সারা বিশ্বের পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিতেও প্রভাব পড়েছে। সবাইকে সুরক্ষিত রাখতে সরঞ্জামের অভাব নেই। চিকিৎসক, মাঠ প্রশাসন, আইনশৃংখলা বাহিনী ও মিডিয়া কর্মীদের নিজের সুরক্ষিত রাখারও আহ্বান জানান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘গোটা বিশ্ব এক অদৃশ্য শত্রুর মোকাবিলা করছে। করোনাভাইরাসে দেশের অর্থনীতি থমকে দাঁড়িয়েছে। এর প্রভাব পড়বে আগামীতেও। বৈশ্বিক সংস্থাগুলো এটাকে অর্থনৈতিক মহামারি হিসেবে আখ্যায়িত করেছে।’

আজ বেলা ১১টায় করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আলোচনা করতে রংপুর বিভাগের অন্তর্ভুক্ত জেলাগুলোর জনপ্রতিনিধি এবং কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রংপুর বিভাগের জেলাগুলো হলো- পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধা।

জাতীয়