Thursday || March 28, 2024 Online Tech News Portal
img

জরুরী সেবার আওতায় আসছে এমএফএস ব্যাংকিং

Posted on : 2020-04-14 07:26:53

News Source : ডিজিবাংলা.টেক, এপ্রিল ১৩, ২০২০

জরুরী সেবার আওতায় আসছে এমএফএস ব্যাংকিং

করোনাভাইরাস সঙ্কটে দেশে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসকে (এমএফএস) জরুরি সেবার আওতায় আনার পাশাপাশি দেশজুড়ে এই সেবা চালু রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসদাতাদের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এই নির্দেশনা পাঠিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মেজবাউল হক। চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, অর্থ মন্ত্রণালয় ও পুলিশ হেড কোয়ার্টার্সেও পাঠানো হয়েছে।
ওই নির্দেশনায় চলমান সাধারণ ছুটির সময়কালে এমএফএস পরিষেবা সম্পাদনের লক্ষ্যে, এমএফএস প্রোভাইডারের কর্মকর্তা, ডিস্ট্রিবিউটর, ডিস্টিবিউটরের কর্মচারী এবং এজেন্টরা যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারেন এবং সরকার কর্তৃক নির্ধারিত সময় অনুযায়ী যাতে এজেন্ট পয়েন্টগুলো খোলা রাখা যায়, সে বিষয়ে পুলিশ প্রশাসনের কাছে বিশেষ সহায়তা চাওয়া হয়েছে।
একইসঙ্গে সার্কুলারটিতে মোবাইল ব্যাংকিং পয়েন্টগুলোতে পর্যাপ্ত নগদ টাকা রাখার নির্দেশনা দেয়া হেয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, সচল রপ্তানিমুখী শিল্প-প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের বেতন ভাতাদি প্রদানের জন্য সরকার ঘোষিত প্রণোদনার (সহজ শর্তে ঋণ/বিনিয়োগ) অর্থ শ্রমিক-কর্মচারীদের নিজস্ব মোবাইল হিসাবের মাধ্যমে বিতরণের উদ্দেশ্যে সব এমএফএস প্রোভাইডার স্ব স্ব সিস্টেম, ডিস্ট্রিবিউশন এজেন্ট পয়েন্টসগুলোতে প্রয়োজনীয় পরিমাণ নগদ অর্থের যোগান নিশ্চিত করবে।

জাতীয়