Wednesday || April 24, 2024 Online Tech News Portal
img
টাঙ্গাইল খবর
980
দেলদুয়ারে নানা-নাতনীসহ ৪ জন করোনায় আক্রান্ত
2020-05-18 08:54:04
কারকনিউজ.কম, May 18, 2020
দেলদুয়ার (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের দেলদুয়ারে নতুন করে নানা নাতনীসহ ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিনহাজ উদ্দিন। আক্রান্ত সবাই ঢাকা থেকে এসেছেন। আক্রান্তরা হচ্ছেন দেউলী ইউনিয়নের বেতরাইল গ্রামের নারী গার্মেন্টস কর্মী, ডুবাইল ইউনিয়নের ডুবাইল উত্তর পাড়ার নারী গার্মেন্টস কর্মী ও ফাজিলহাটী ইউনিয়নের মুন্সিনগর গ্রামের নানা ও তার সাড়ে ৩ বছর বয়সী নাতনী। নানা তার নাতনীকে নিয়ে ঢাকা থাকতেন এবং একটি বেসরকারি কোম্পানীতে চাকরি করতেন। আক্রান্তদের এবং তাদের আশে পাশের বাড়িঘর লক ডাউন দেয়া হয়েছে। উল্লেখ্য, দেলদুয়ারে আক্রান্তের সংখ্যা এখন ১৪ জন।
975
টাঙ্গাইল জেলা প্রশাসনের ত্রাণ বিতরণ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা
2020-05-18 07:33:06
ইত্তেফাক, ২৩:৪৮, ১৭ মে, ২০২০
সামাজিক দূরত্ব নিশ্চিতে সরকারি নির্দেশনা প্রতিপালনে টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় সরকারি নির্দেশনা অমান্য করায় ২১ মামলায় ৫৫ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। টাঙ্গাইল জেলার সব উপজেলা এবং টাঙ্গাইল শহরের বিভিন্ন স্থানে ১৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। করোনা পরিস্থিতিতে সাধারণ ছুটি ঘোষণার পর থেকে এই জেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। এ ছাড়া এদিন জেলার বিভিন্ন এলাকায় দুস্থদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। জেলা প্রশাসন সূত্র জানায়, ৩৩৩ কল সেন্টার ও টাঙ্গাইল জেলা প্রশাসনের কন্ট্রোল রুম (ফোন-০৯২১-৬২০৮৭, রিলিফ হটলাইন-০১৭২৫৩১২৫৪৮) থেকে প্রাপ্ত ফোন কলের ভিত্তিতে টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় দিনমজুর, সবজি-ফল বিক্রেতা, রিকশাচালক, ভ্যানচালক, বিভিন্ন পেশাজীবী কর্মহীন পরিবারের মাঝে ত্রাণসামগ্রী পৌঁছে দেয়া হয়। এ ছাড়া টিসিবির বিক্রয়কেন্দ্রগুলো মনিটরিং করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
972
মধুপুরে যুবকের রহস্যজনক মৃত্যু
2020-05-18 07:26:58
যুগান্তর, ১৮ মে ২০২০, ১১:৫৭ | অনলাইন সংস্করণ
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় আরশেদ আলী (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ওই যুবক আত্মহত্যা করেছেন, নাকি তাকে হত্যা করা হয়েছে– তা নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের থলবাড়ী গ্রামে শ্বশুরবাড়ির সুপারিগাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আরশেদ আলী একই উপজেলার মির্জাপুরের মৃত আবুল বাদশার ছেলে। তিনি গাজীপুরের রড কারখানার কর্মী ছিলেন। নিহতের বড় ভাই হায়দার আলী ও ছোট ভাই মিজান জানান, আরশেদের ৫-৬ বছর আগে থলবাড়ী গ্রামের আবুল হোসেনের মেয়ে রেহানার সঙ্গে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের একটি সন্তান আছে। পারিবারিক কলহের জেরে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে আরশেদের মাঝেমধ্যে ঝগড়া হতো। রোববার সন্ধ্যায় কর্মস্থল গাজীপুর থেকে ফিরে আরশেদ শ্বশুরবাড়িতে যান। সোমবার সকালে বাড়ির পাশে সুপারিগাছের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। আরশেদ প্যান্ট-শার্ট, পায়ে জুতা, কানে মাস্ক পরে গাছে ঝুলন্ত অবস্থায় ছিল। পা মাটি ছুঁয়ে ছিল। তাদের দাবি, পরিকল্পিতভাবে হত্যা করে তার মরদেহ ঝুলে রাখা হয়েছে। মধুপুর থানার ওসি তারিক কামাল জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে। তদন্তসাপেক্ষে আসল ঘটনা জানা যাবে।
টাঙ্গাইল