Saturday || April 20, 2024 Online Tech News Portal
img
আন্তর্জাতিক খবর
1094
ইরানের নৌবাহিনীতে যুক্ত হলো বিশাল যুদ্ধ জাহাজ
2020-11-19 13:03:27
বাংলাদেশ প্রতিদিন : ১৯ নভেম্বর, ২০২০ ১৭:৩৪
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌ ইউনিটে আজ বৃহস্পতিবার যুক্ত হয়েছে নতুন যুদ্ধজাহাজ ‘শহীদ রুদাকি’। ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাসে বিশাল এই যুদ্ধজাহাজ সংযোজনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামিসহ উচ্চপদস্থ কর্মকর্তারা। বিশাল এই যুদ্ধজাহাজ বিভিন্ন ধরনের হেলিকপ্টার, ড্রোন, ক্ষেপণাস্ত্র, রাডার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বহন করতে সক্ষম। এতে রয়েছে থ্রিডি রাডার,জাহাজ থেকে জাহাজে এবং আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র। এছাড়া রয়েছে অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা। এই যুদ্ধজাহাজ দূরবর্তী মহাসাগরে গিয়েও অভিযান চালাতে সক্ষম। বিশাল আকারের হওয়ার কারণে ইরানের এই জাহাজকে সাগরে ভাসমান শহর হিসেবেও অভিহিত করা হচ্ছে। এই যুদ্ধ জাহাজ সাগরে ইরানসহ বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজকে নিরাপত্তা দেওয়ার পাশাপাশি মানবিক সহযোগিতা দেওয়ার কাজও করবে। ইরানের রয়েছে বিশাল পানিসীমা। এ কারণে দেশটি ইসলামি বিপ্লবের পর থেকেই সামরিক বাহিনীর অন্যান্য ইউনিটের পাশাপাশি নৌবাহিনীকে শক্তিশালী করার কাজে মনোনিবেশ করেছে। সূত্র : পার্সটুডে।
1092
সুখবর দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ২ সপ্তাহের মধ্যেই মিলতে পারে করোনার ওষুধের ট্রায়ালের ফলাফল
2020-07-04 07:03:27
বাংলাদেশ প্রতিদিন, ৪ জুলাই, ২০২০ ১১:০৯
গোটা বিশ্বে মারাত্মকভাবে বাড়ছে করোনা সংক্রমণ। শুক্রবার একদিনে বিশ্বজুড়ে ২ লাখের বেশি মানুষের শরীরে করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে। এর আগের দিনও ছিল ২ লাখের বেশি, যা রেকর্ড সংখ্যক সংক্রমণ। এমন পরিস্থিতিতে অনেকটা আশার আলো শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, আগামী দুই সপ্তাহের মধ্যেই করোনাভাইরাসের ওষুধের ট্রায়াল রিপোর্ট চলে আসতে পারে। ট্রায়াল রিপোর্ট সফল হলে করোনাভাইরাসের বহুল প্রতিক্ষিত ওষুধ পাবে বিশ্ববাসী। ভ্যাকসিনের পাশাপাশি করোনার ওষুধ নিয়েও জোর কদমে গবেষণা চালাচ্ছে তামাম বিশ্ব। বিশ্বস্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল তেদ্রস আধানম গেব্রেসুসের কথায়, ‘৩৯টি দেশের প্রায় সাড়ে ৫ হাজার করোনা রোগীর ওপরে সলিডারিটি ট্রায়াল করা হয়েছে ওষুধের। আমরা আশা করছি অন্তর্বর্তীকালীন রেজাল্ট দুই সপ্তাহের মধ্যেই পেয়ে যাব।’ এদিকে, গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ১০ লাখ ছাড়িয়ে গেছে। ৭ মাস ধরে চলছে মহামারী। ৪টি অংশে ওষুধের ট্রায়াল শুরু হয়েছিল। স্ট্যান্ডার্ড কেয়ারে রেমডেসিভির, অ্যান্টি ম্যালেরিয়া ড্রাগ হাইড্রক্সিক্লোরোকুইন, HIV ড্রাগ লপিনেভির বা রাইটোনেভির ও লপিনেভির বা রাইটোনেভিরের সঙ্গে ইন্টারফেরন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এমার্জেন্সি প্রোগ্রামের প্রধান মাইক রায়ান জানিয়েছেন, করোনাভাইরাসের ভ্যাকসিন কবে আসবে, তা এখনই বলা সম্ভব নয়। যারা ঠাণ্ডা ঘরে কফি টেবিলে বসে করোনার সংক্রমণ নিয়ে বড় বড় কথা বলছে, তারা আসলে কিছু করতে পারেনি। বরং যে মানুষগুলো ভাইরাসের বিরুদ্ধে সামনে থেকে লড়ছেন, তারা জয় পাবেনই। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড, ইন্ডিয়ান এক্সপ্রেস, জি নিউজ
1091
আরও অবনতি ভারতের করোনা পরিস্থিতির, আক্রান্তে নতুন রেকর্ড
2020-07-04 07:01:40
বাংলাদেশ প্রতিদিন, ৪ জুলাই, ২০২০ ১২:০৪
আরও অবনতি হয়েছে ভারতের করোনা পরিস্থিতির। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আরও ২২ হাজার ৭৭১ জন, যা এযাবৎকালে একদিনে আক্রান্তের হিসাবে সর্বোচ্চ। বর্তমানে গোটা বিশ্বে সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে থাকা রাশিয়ার থেকে এখন সামান্যই পিছিয়ে ভারত। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে আরও ৪৪২ জনের। এর জেরে ভারতে মৃতের সংখ্যা এখন ১৮ হাজার ৬৫৫। সারাদেশে মোট আক্রাম্তের সংখ্যা এখন ৬ লাখ ৪৮ হাজার ৩১৫ জন। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ভারতজুড়ে এখনও পর্যন্ত ২ লাখ ৩৫ হাজার ৪৩৩ জন সক্রিয় করোনা রোগী রয়েছেন। সুস্থের সংখ্যা ৩ লাখ ৯৪ হাজার পেরিয়ে গেছে। আরোগ্যের হার প্রায় ৬১ শতাংশ।
আন্তর্জাতিক