Thursday || March 28, 2024 Online Tech News Portal
img

করাচিতে বিমান বিধ্বস্তের ঘটনা তদন্তের নির্দেশ ইমরান খানে

Posted on : 2020-05-23 05:09:01

News Source : বাংলাদেশ প্রতিদিন, ২৩ মে, ২০২০ ০৯:১৩

করাচিতে বিমান বিধ্বস্তের ঘটনা তদন্তের নির্দেশ ইমরান খানে

করাচি বিমানবন্দরের কাছে জিন্না গার্ডেন এলাকার মডেল কলোনিতে পাকিস্তান এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ১০৭ জনের মৃত্যু হওয়ার পাশাপাশি চারটি বাড়িও পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। শুক্রবার স্থানীয় সময় বিকাল পৌনে ৩টার দিকে পিআইএ’র এয়ারবাস এ-৩২০ বিমানটি বিধ্বস্ত হয়।

এরপরই এই দুর্ঘটনার জন্য শোকপ্রকাশ করে টুইট করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। টুইটে তিনি বলেন, এই বিমান দুর্ঘটনার জন্য আমি খুবই দুঃখ পেয়েছি। মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের সিইও (CEO) আরশাদ মালিকের সঙ্গে যোগাযোগ রাখছি। তিনি ইতিমধ্যেই করাচি পৌঁছে গেছেন ও উদ্ধারকারী দলের সঙ্গে ঘটনাস্থলেই রয়েছেন। কী কারণে এই দুর্ঘটনা ঘটল তার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

জাতীয়