Friday || April 26, 2024 Online Tech News Portal
img

শর্তসাপেক্ষে কাল থেকে মসজিদে নামাজ-তারাবি পড়ার অনুমতি

Posted on : 2020-05-06 09:54:41

News Source : আমাদের সময়, ৬ মে ২০২০ ১৪:৫৪ | আপডেট: ৬ মে ২০২০ ১৫:৪৫

শর্তসাপেক্ষে কাল থেকে মসজিদে নামাজ-তারাবি পড়ার অনুমতি

আগামীকাল বৃহস্পতিবার থেকে মসজিদ খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শর্তসাপেক্ষে কাল থেকে মসজিদে নামাজ ও তারাবি আদায়ের অনুমতি দেওয়া হয়েছে। আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের শীর্ষস্থানীয় আলেম ওলামাগণ পবিত্র রমজান মাসের গুরুত্ব বিবেচনা করে মসজিদে নামাজ আদায়ের শর্ত শিথিল করার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান।

এর পরিপ্রেক্ষিতে, স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক দেওয়া নির্দেশনা অনুসরণ করে সতর্কতামূলক বিষয়গুলো মেনে চলার শর্তে আগামীকাল বৃহস্পতিবার জোহরের ওয়াক্ত থেকে সুস্থ মুসল্লীদের মসজিদে জামায়াতে নামাজ আদায়ের সুযোগ প্রদানের পরামর্শ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এ বিষয়ে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘আগামীকাল জোহরের নামাজের পর থেকে সারা দেশের মসজিদে মুসল্লিরা নামাজ পড়ার সুযোগ পাবেন। তবে মসজিদে নামাজ পড়ার ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তর নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলাসহ ধর্ম মন্ত্রণালয় থেকে সুনির্দিষ্ট কিছু শর্তাবলী থাকবে। এসব শর্তাবলির কথা সারা দেশের মসজিদ পরিচালনা কমিটিকে জানিয়ে দেওয়া হবে।’

তিনি বলেন, ‘চলতি রমজান মাসে দেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি মসজিদে জামাতে নামাজ পড়ার জন্য উদগ্রীব হয়ে আছেন। দেশের শীর্ষ আলেম-ওলামারা মুসল্লিদের মসজিদে নামাজ পড়ার সুযোগ করে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানান। করোনাভাইরাসের সংক্রমণ থেকে নিজেদের বাঁচাতে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি ও নির্দেশনা মেনে চলার প্রতিশ্রুতি দেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ধর্ম মন্ত্রণালয় এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।’

এর আগে, গত ৬ এপ্রিল করোনার সংক্রমণ প্রতিরোধে ওয়াক্তের নামাজে সর্বোচ্চ পাঁচজন এবং তারাবির নামাজে সর্বোচ্চ ১০ জন নামাজ আদায় করতে পারবেন বলে নির্দেশনা জারি করে ধর্ম মন্ত্রণালয়।

আগামী ১০ মে থেকে শপিংমল ও দোকানপাট খুলে দেওয়ার সিদ্ধান্তের পরপরই এবার মসজিদ বন্ধ রাখার নিষেধাজ্ঞা শিথিল করল সরকার।

জাতীয়