Thursday || April 18, 2024 Online Tech News Portal
img

ব্যবহূত হ্যান্ড গ্লাভস মাস্ক পিপিই ফের বাজারে

Posted on : 2020-04-27 04:49:50

News Source : ইত্তেফাক, ০৯:৪২, ২৭ এপ্রিল, ২০২০

ব্যবহূত হ্যান্ড গ্লাভস মাস্ক পিপিই ফের বাজারে

ব্যবহূত মাস্ক, পিপিই, হ্যান্ডগ্লাভস বিভিন্ন হাসপাতাল ও অন্যান্য স্থান থেকে সংগ্রহপূর্বক পুনরায় বাজারজাত করছে একটি চক্র। এ চক্রটি বেশ কয়েকটি হাসপাতাল ও আবাসিক এলাকা থেকে সংঘবদ্ধভাবে মেডিক্যাল বর্জ্য বিশেষ করে বর্তমানে করোনার প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে ব্যবহূত মাস্ক, পিপিই, হ্যান্ড গ্লাভস সুকৌশলে সংগ্রহ করে ঢাকার কামরাঙ্গীরচর, কেরানীগঞ্জ ও মিটফোর্ড এলাকার বেশকিছু চক্রের কাছে বিক্রয় করে। পরে তারা সেগুলো কোনো ধরনের জনস্বাস্থ্যের কথা বিবেচনা না করে যেনতেনভাবে ধৌত করে প্রক্রিয়াজাত ও বাজারজাত করছে।

শুক্রবার রাত ১১টার দিকে র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের নেতৃত্বে র্যাব-১ এবং ভাটারা থানা যৌথভাবে ভাটারা থানাধীন ফাঁসেরটেক বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে জব্দ করে ৪৩ বস্তা ব্যবহূত মাস্ক, পিপিই, হ্যান্ড গ্লাভসসহ অন্যান্য সরঞ্জাম। এ সময় এ চক্রের মূলহোতা মনির হোসেনকে আটক করা হয়। পরে তাকে ২ বছরের কারাদণ্ড দেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

সারওয়ার আলম আরো জানান, এ চক্রের অন্যদের ধরতে অভিযান অব্যাহত থাকবে এবং যাদের অবহেলায় এ সব বর্জ্য যথাযথ প্রক্রিয়ার বাইরে এলো তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

মনির হোসেনকে জিজ্ঞাসাবাদে জানায়, সে তার চক্রের অন্যদের সহযোগিতায় অ্যাপোলো হাসপাতালসহ আরো বেশ কয়েকটি হাসপাতাল থেকে সুকৌশলে এ ধরনের মেডিক্যাল বর্জ্য সংগ্রহ করে। উল্লেখ্য ঢাকা শহরের সকল হাসপাতালের বর্জ্য সরকার এবং জাইকার অর্থায়নে প্রিজম বাংলাদেশ নামক একটি সংস্থা সংগ্রহপূর্বক ডেমরাস্থ স্যানিটারি ল্যান্ডফিলে ডাম্পিং করার কথা। কিন্তু আটককৃত ব্যক্তির বক্তব্য অনুযায়ী জানা যায় হাসপাতাল এবং প্রিজম বাংলাদেশের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারির জ্ঞাতসারে এসব বর্জ্য এভাবে বাইরে নিয়ে এসে বিক্রয় করা হচ্ছে, যা জনস্বাস্থের জন্য ভয়ানক পরিণতি ডেকে আনতে পারে।

জাতীয়