Thursday || March 28, 2024 Online Tech News Portal
img

করোনায় মৃত্যু, লাশ ফেলে চলে গেলেন স্বজনরা

Posted on : 2020-05-11 04:43:15

News Source : আমাদের সময়, ১১ মে ২০২০ ০১:১২ | আপডেট: ১১ মে ২০২০ ০১:১২

করোনায় মৃত্যু, লাশ ফেলে চলে গেলেন স্বজনরা

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া এক নারীর লাশ নেয়নি তার স্বজনরা। নারায়ণগঞ্জের খানপুরের ৩০০ শয্যা হাসপাতালে ৩৫ বছর বয়সী ওই নারীর মৃত্যু হয় গত শনিবার রাতে। গতকাল রোববার সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় তার দাফন সম্পন্ন হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম। তিনি জানান, ওই নারীর বাড়ি নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায়। করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যু হলে লাশ ফেলে চলে যান তার স্বজনরা।

কাউন্সিলর শওকত হাশেম বলেন, ‘রোববার বিকেলে আমি খবর পেয়ে পরিবারের লোকজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করি। কিন্তু তারা কেউ লাশ নিতে রাজি হয়নি। পরে সিটি করপোরেশনের মেয়রকে অবহিত করা হলে তিনি লাশ বহনের গাড়ি ও দাফনের ব্যবস্থা করেন। আমি স্থানীয় কাউন্সিলর হিসেবে ওই নারীর হাসপাতাল থেকে লাশ গ্রহণ করে দাফনের জন্য হস্তান্তর করেছি।’

এ ব্যাপারে খানপুর ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক গৌতম রায় বলেন, ‘শনিবার রাতে করোনায় আক্রান্ত হয়ে ওই নারীর মৃত্যু হয়। লাশ নিতে পরিবারের কেউ আসেনি।’ মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি বলে জানান তিনি।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলার সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুল ইসলামসহ ১১ চিকিৎসক, তিন জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ এক হাজার ২৮১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের ১১৪ জন সুস্থ হয়েছেন।

জাতীয়