Friday || April 19, 2024 Online Tech News Portal
img

অনলাইনে বৈশাখী হাওয়া

Posted on : 2020-04-14 06:51:23

News Source : ডিজিবাংলা.টেক, এপ্রিল ১৪, ২০২০

অনলাইনে বৈশাখী হাওয়া

১৪ এপ্রিল। নতুন সূর্যের উঁকি দেয়া মাত্রই শুরু বাংলা নতুন বছর। ১৪২৭। কিন্তু আজ আমরা করোনা-বন্দী। কোভিড-১৯ কেড়ে নিয়েছে আমাদের উনিশ-কুড়ির উন্মাদনা। রমনার বটমূল নিঃসঙ্গ। মঙ্গল শোভাযাত্রা বাতিল। মেলা নেই, বাতাসা নেই। নেই গরম জিলাপি।
তবে এখনো আছে উচ্ছ্বাস। ইন্টারনেট আর ডিজিটাল প্রযুক্তিতে ঘরে বসেই চলছে করোনাকালের নববর্ষ উদযাপন। মঙ্গল শোভাযাত্রা এবং বর্ষবরণের সব আয়োজন হচ্ছে অনলাইন কেন্দ্রিক। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে বইছে বৈশাখী হওয়া। ইউটিউবে মুক্তি পেয়েছে নতুন গান।

দিনের প্রথম প্রহরেই ফেসবুকে বৈশাখী আবহ যুক্ত কেরেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

‘এসে হে বৈশাখ, এসে এসো’ নতুন কথায়, নতুন একটি গান নিজের ফেসবুক পেজে তুলে ধরেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
গাওসুল আলম শাওনের লেখা এই গানে ফুটে উঠেছে ঘরে বসেই বর্ষবরণের নতুন মাত্রা। সেখানে উঠে এসেছে- হারার আগেই হেরে যেতে পারে না। তাই এবারো লাল-সাদা শাড়ি বাঙালি ললনার গায়ে চড়বে, বেলী ফুল না হোক, খোঁপায় চড়বে কাগজের ফুল, পাঞ্জাবীর ভাঁজ খুলবে পুরুষেরা, বাচ্চারা হাতে ডুগডুগি নিয়ে লাফিয়ে বেড়াবে বাড়িময়। মাএর হাতের রান্নার স্বাদ মুখে পড়তেই চোখ বন্ধ হয়ে আসবে, ঘরে বসেই হারমোনিয়াম আর গিটার বাজিয়ে গলা খুলে গান হবে। বারান্দা-বারান্দায় হবে আড্ডা, ফেসবুকে হবে সেল্ফি কন্টেস্ট।

জাতীয়