Thursday || April 25, 2024 Online Tech News Portal
img

তাপপ্রবাহ চলবে আরও দু-তিন দিন, ঝড়ও হতে পারে

Posted on : 2020-05-13 07:49:38

News Source : আমাদের সময়, ১৩ মে ২০২০ ১২:২৮ | আপডেট: ১৩ মে ২০২০ ১২:৩৬

তাপপ্রবাহ চলবে আরও দু-তিন দিন, ঝড়ও হতে পারে

সারা দেশে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। গত দুই সপ্তাহে প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে। তবে বৃষ্টি না হলে তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা প্রকাশ করছেন আবহাওয়াবিদরা।

খুলনা ও বরিশাল বিভাগসহ ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, রাজশাহী, পাবনা, ফেনী, নোয়াখালী অঞ্চলগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী দুদিন এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ নাজমুল হক বলেন, ‘দেশের অনেক এলাকায় এখন তাপপ্রবাহ বইছে। এটি আরও দুই-তিনদিন থাকতে পারে।’

তবে ঝড় বৃষ্টির পূর্বাভাস আছে। বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও জানান তিনি।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, দেশের দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে। এই কারণেই বাড়ছে তাপমাত্রা। তাপমাত্রা আরও কিছুটা বেড়ে দেশের কোনো কোনো অঞ্চলে তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কাও আছে।

তাপপ্রবাহের পাশাপাশি আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের দুয়েক জায়গায় এবং কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্য অঞ্চলের আকাশ অস্থায়ীভাবে মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

জাতীয়