Tuesday || April 23, 2024 Online Tech News Portal
img

ক্যারাভান হাসপাতাল স্থাপনের কাজ শুরু

Posted on : 2020-04-30 04:22:13

News Source : আমাদের সময়, ৩০ এপ্রিল ২০২০ ০০:০০

ক্যারাভান হাসপাতাল স্থাপনের কাজ শুরু

দেখতে প্রতিটি অংশই এক একটি কনটেইনারের মতো। এগুলো দ্রুত সময়ের মধ্যে যে কোনো স্থানে সরিয়ে নেওয়া যায়। এ ধরনের ২৫টি ভ্রাম্যমাণ কনটেইনারে করে দেশে প্রথমবারের মতো চালু হচ্ছে ক্যারাভান হাসপাতাল। চট্টগ্রামের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান কাশেম নুর ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর মিরপুর বাঙলা কলেজে এ হাসপাতাল স্থাপন করা হচ্ছে।

প্রাথমিক পর্যায়ে এ হাসপাতালে ২০টি আইসিইউ ও ভেন্টিলেটর থাকবে। সেই সঙ্গে থাকবে ৭২টি সাধারণ শয্যা। তবে পুরো হাসপাতালই হবে শীতাতপ নিয়ন্ত্রিত। সরকার চাইলে পরবর্তীতে এটির কার্যক্রম সম্প্রসারণও করা যাবে বলে জানান উদ্যোক্তারা।

কাশেম-নুর ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান ও কেএন হারবার কনসোর্টিয়ামের ব্যবস্থাপনা পরিচালক হাসান মাহমুদ চৌধুরী বলেন, বর্তমানে ৪০ ফুট দীর্ঘ ১৪টি এবং ২০ ফুট দীর্ঘ ১টি ভ্রাম্যমাণ অবকাঠামো রয়েছে। এগুলোর ভেতরে ডাইনিং, লন্ড্রি, কনফারেন্স কক্ষ ও জরুরি চিকিৎসাসেবা দেওয়ার ব্যবস্থা আছে। দেশের দক্ষিণাঞ্চলে গ্যাসকূপ খননের কাজে এগুলো ব্যবহার করা হতো। বর্তমানে খনন বন্ধ থাকায় আমরা এগুলো মানবতার সেবার কাজে ব্যবহার করতে চাই।

তিনি আরও বলেন, মিরপুর এলাকার সংসদ সদস্য আসলামুল হক স্থানীয় বাঙলা কলেজ মাঠে এই হাসপাতাল স্থাপন করতে চেয়েছেন। সরকারের সিদ্ধান্ত পাওয়া গেলে আগামী সপ্তাহেই এটি স্থাপনের কাজ শুরু হবে। এ জন্য আমরা ওই মাঠে বিদ্যুৎ সংযোগ, পানি ও সুয়ারেজ ব্যবস্থা গড়ে তুলতে সংসদ সদস্যকে অনুরোধ করেছি। করোনা রোগীর আইসোলেশনের জন্য এ ধরনের হাসপাতাল খুবই উপযোগী বলে বিশেষজ্ঞরা বলেছেন।

জানা গেছে, নোয়াখালীর বেগমগঞ্জ এলাকায় পেট্রোবাংলার অঙ্গ প্রতিষ্ঠান বাপেক্সের গ্যাসকূপ খনন এলাকায় বর্তমানে এসব ক্যারাভান কনটেইনার আছে। এতদিন এগুলোয় কূপ খননের কাজে (ড্রিলিং) জড়িত সাতটি দেশের নাগরিক থাকতেন।

এ ধরনের একটি হাসপাতাল স্থাপনের ইচ্ছা প্রকাশ করে গত ১১ এপ্রিল সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আবেদন করে কাশেম নুর ফাউন্ডেশন। ১৪ এপ্রিল থেকে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হয়। বিষয়টি জানার পর ঢাকার মীরপুরের সংসদ সদস্য আসলামুল হক এ নিয়ে খুব আগ্রহ দেখান।

কাশেম নুর ফাউন্ডেশনের কর্মকর্তারা বলেন, হাসপাতাল স্থাপনের ব্যয় সংস্থাটিই নির্বাহ করবে। তবে সরকারি নিয়ম মেনে সেখানে চিকিৎসা হবে। আর চিকিৎসার বিষয়টি সমন্বয় করবেন সরকারি কর্মকর্তারা। কেএন কনসোর্টিয়ামের অধীনে এসব ক্যারাভান কনটেইনার আগামী শনিবারের মধ্যে মিরপুরে স্থাপনের কাজ শুরুর সম্ভাবনা রয়েছে। পুরো কাজটি সম্পন্ন করতে প্রায় আট কোটি টাকা খরচ হতে পারে। এশীয় উন্নয়ন ব্যাংক এ ধরনের হাসপাতালের ব্যাপারে সরকারকে চিঠি দিয়েছে।

জাতীয়