Friday || March 29, 2024 Online Tech News Portal
img

ডিজিটাল বাংলাদেশ স্বপ্নভঙ্গের শঙ্কা করছে বেসিস

Posted on : 2020-04-14 07:13:16

News Source : ডিজিবাংলা.টেক, এপ্রিল ১৩, ২০২০

ডিজিটাল বাংলাদেশ স্বপ্নভঙ্গের শঙ্কা করছে বেসিস

করোনায় ইতোমধ্যেই বাতিল হয়েছে ৮০ শতাংশ দেশীয় সফটওয়্যার রফতানির বায়না। অভ্যন্তরীণ বাজার হারিয়েছে ৫৫ শতাংশের মতো। বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় রয়েছে অর্ধেকেরও বেশি প্রতিষ্ঠান। সব মিলিয়ে প্রায় দুই হাজার কোটি টাকার ক্ষতির মুখে পড়তে যাচ্ছে দেশের সফটওয়্যার খাত।
ডিজিবাংলার সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাতের শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সভাপতি সৈয়দ আলমাস কবীর।
তিনি বলেন, “যে ক্ষতিটা চলছে, তা যদি এভাবে চলতে থাকে তাহালে তো অর্ধেকের বেশি কোম্পানি বসে যাবে। তখন ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন কে পূরণ করবে, স্বপ্ন তো পূরণ হবে না।”
এই শঙ্কা থেকে সফটওয়্যার খাতের প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখতে ইতোমধ্যেই সরকারের কাছে বেসিস অনুদান চেয়েছে বলে জানিয়েছেন সৈয়দ আলমাস কবীর।
তিনি বলেন, “এদেরকে টিকিয়ে রাখার জন্য আমরা ছয় মাসের জন্য সরকারের কাছে একটা অনুদান চেয়েছি।”
আর এই অনুদান পেলে এই চ্যালেঞ্জ কাটিয়ে ওঠা সম্ভব বলে জানান এই ব্যবসায়ী নেতা। তিনি আরো জানান, এখনো বিভিন্ন স্কুল-কলেজে যে অনলাইন ক্লাস হচ্ছে সেখানে বেসিস সদস্যদের তৈরি টুলস ব্যবহার করা হচ্ছে। এছাড়াও করোনা.গভ.বিডি পোর্টালের সব কাজই বেসিস কোম্পানিগুলো করেছে।
একইভাবে, সফটওয়্যারের পাশাপাশি ইন্টারনেট ছাড়া দেশটা স্থবির হয়ে যেতো। সব কিছু বিবেচনা করেই, বিশেষ করে ডিজিটাল বাংলাদেশের স্বার্থেই সরকার আইসিটি পরিবারকে সহায়তা করবে বলে আশাবদা ব্যক্ত করলেন বেসিস সভাপতি।
তিনি বলেন, “সব মিলিয়ে আমাদের আইসিটি পরিবারে ৩ লাখের ওপর মানুষ কাজ করে। এইখানে যদি এক লাখ মানুষের চাকরি চলে যায় তাহলে অবস্থাটা খারাপই হবে। তাই পুরো আইসিটি ব্যবসায়কে জরুরী সেবার অধীনে আনতে সরকারের কাছে আবেদন করেছি, এটা করলে ভালো হয়।”

জাতীয়