Thursday || April 25, 2024 Online Tech News Portal
img

এবার ঈদের ছুটিতে বাড়ি ফেরা যাবে না

Posted on : 2020-05-04 12:20:48

News Source : আমাদের সময়, ৪ মে ২০২০ ১৬:১২ | আপডেট: ৪ মে ২০২০ ১৬:১৮

এবার ঈদের ছুটিতে বাড়ি ফেরা যাবে না

করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান ছুটি আরও ১১ দিন বাড়িয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আজ সোমবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বেশকিছু নির্দেশনা মানা সাপেক্ষে ষষ্ঠ দফায় বাড়ানো এ ছুটির প্রজ্ঞাপনে ঈদ-উল-ফিতরের সরকারি ছুটিতে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না বলেও জানানো হয়েছে।

এ বিষয়ে জানতে গণমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘এবারের ঈদে যে যেখানে আছেন, সেখানে থেকেই ঈদ পালন করতে হবে। এই প্রজ্ঞাপন শুধু সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নয়, দেশের সকল মানুষের জন্য।’

আরেক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘শপিং কমপ্লেক্স, ব্যবসা প্রতিষ্ঠান খুলবে কিনা সেটা প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিলে সংশ্লিষ্টরা জানিয়ে দেবেন। এ বিষয়ে কোনো সিদ্ধান্তের কথা আমার জানা নেই।’

এর আগে গত শনিবার ছুটি বাড়ানোর বিষয়টি অনানুষ্ঠানিকভাবে জানিয়েছিল জনপ্রশাসন সংশ্লিষ্টরা। প্রজ্ঞাপন জারির মাধ্যমে তা আনুষ্ঠানিক সিদ্ধান্তে পরিণত হলো। ছুটি বাড়ানোর সর্বশেষ এ প্রজ্ঞাপনে বলা হয়, ৭ মে থেকে ১৪ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সাধারণ ছুটির সঙ্গে ৬ মে’র বুদ্ধ পূর্ণিমার ছুটি এবং ১৫ ও ১৬ মে’র সাপ্তাহিক ছুটিও যুক্ত হবে। এতে করে দেশব্যাপী টানা ছুটি ৫৩ দিনে গড়ালো। এরই মধ্যে অবশ্য সীমিত আকারে গার্মেন্টস কারখানা খুলে দিয়েছে সরকার।

জাতীয়