Saturday || April 20, 2024 Online Tech News Portal
img

এক নজরে বর্তমানে কোন দেশে কত করোনা আক্রান্ত

Posted on : 2020-05-04 05:05:17

News Source : বাংলাদেশ প্রতিদিন, ৪ মে, ২০২০ ১০:৪০

এক নজরে বর্তমানে কোন দেশে কত করোনা আক্রান্ত

প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে অসহায় হয়ে পড়েছে গোটা বিশ্ব। এরই মধ্যে (সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত) বিশ্বব্যাপী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৫ লাখ ৬৬ হাজার ৩৩০ জন।

এই ভাইরাসের বিষাক্ত থাবায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে আমেরিকা ও ইউরোপের দেশ ব্রিটেন, ইতালি, স্পেন ও ফ্রান্স। এর মধ্যে সবচেয়ে শোচনীয় অবস্থা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকার।

এক নজরে কোন দেশে কত করোনা আক্রান্ত:
আমেরিকা: আক্রান্ত- ১১ লাখ ৮৮ হাজার ১২২ (মৃত্যু: ৬৮,৫৯৮)
স্পেন: আক্রান্ত- ২ লাখ ৪৭ হাজার ১২২ (মৃত্যু: ২৫,২৬৪)
ইতালি: আক্রান্ত- ২ লাখ ১০ হাজার ৭১৭ (মৃত্যু: ২৮,৮৮৪)
ব্রিটেন: আক্রান্ত- ১ লাখ ৮৬ হাজার ৫৯৯ (মৃত্যু: ২৮,৪৪৬)
ফ্রান্স: আক্রান্ত- ১ লাখ ৬৮ হাজার ৬৯৩ (মৃত্যু: ২৪,৮৯৫)
জার্মানি: আক্রান্ত- ১ লাখ ৬৫ হাজার ৬৬৪ (মৃত্যু: ৬,৮৬৬)
রাশিয়া: আক্রান্ত- ১ লাখ ৩৪ হাজার ৬৮৭ (মৃত্যু: ১,২৮০)
তুরষ্ক: আক্রান্ত- ১ লাখ ২৬ হাজার ৪৫ (মৃত্যু: ৩,৩৯৭)
ব্রাজিল: ১ লাখ ১ হাজার ৮২৬ (মৃত্যু: ৭,০৫১)

তথ্যসূত্র: ওয়ার্ল্ডওমিটার

জাতীয়