Saturday || April 27, 2024 Online Tech News Portal
img

চীনে বন্ধ হলো ফোর্টনাইট সার্ভার

Posted on : 2021-11-20 07:47:26

News Source : Digi Bangla, 18-11-2021

চীনে বন্ধ হলো ফোর্টনাইট সার্ভার

২০১৮ সাল থেকেই চীনে চালু রয়েছে ফোর্টনাইটের মোবাইল গেম। তবে সরকারের কঠোর নিয়ন্ত্রণের কারণে কখনোই এই অঞ্চলে জনপ্রিয় হতে পারেনি গেমগুলো। এরই ধারাবাহিকতায়, ডেভেলপার প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে চীনে ফোর্টনাইটের সার্ভার বন্ধ করে দিয়েছে। খবর জিএসএম এরিনা।

ফোর্টনাইটের বিবৃতিতে সঠিক কারণ বলা না হলেও, ধারণা করা যাচ্ছে যে গেমিং খাতে চীন সরকারের ক্রমবর্ধমান নিয়ন্ত্রণের কারণে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কোম্পানিটি।

সম্প্রতি চীন শিশুদের গেম খেলার বিষয়ে যে নির্দেশনা দিয়েছে তাতেই প্রতীয়মান হয় যে সেখানে গেমিং খাতের সম্ভাবনা কতোটুকু। ১৮ বছরের নিচের যে কেউ প্রতি সপ্তাহে তিন ঘন্টার বেশি গেম খেলতে পারবে না।

চীনে ভার্চুয়াল আইটেম বিক্রি করার অনুমতি দিনে দিনে কঠোর হচ্ছে এবং ফোর্টনাইটের ফ্রিমিয়াম বিজনেজ মডেল চীনের বাজারে তেমনটা প্রভাব ফেলে না। তাই গত ১৫ তারিখ থেকেই দেশটিতে ফোর্টনাইট সার্ভার বন্ধ করে দেয়া হয়েছে।

ডিবিটেক/বিএমটি

আইটি