Friday || June 25, 2021 Online Tech News Portal
img

১৭ কোটি মানুষকে ঘরে রাখতে প্রযুক্তির বিকল্প নেই : প্রতিমন্ত্রী

Posted on : 2020-04-15 11:58:18

News Source : ডিজিবাংলা.টেক, এপ্রিল ১৪, ২০২০

১৭ কোটি মানুষকে ঘরে রাখতে প্রযুক্তির বিকল্প নেই : প্রতিমন্ত্রী

করোনার থাবা থেকে জাতিকে রক্ষায় সবাইকেই ঘরে রাখতে হবে। আর এটা করতে হলে নাগরিক সেবাগুলো নাগরিকের হাতের নাগালে পৌঁছে দিতে হবে। ফলে দেশের ১৭ কোটি মানুষকে ঘরে রাখতে প্রযুক্তির বিকল্প নেই।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে ভার্চুয়াল হাসপাতাল হ্যালো ডক এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন জুনাইদ আহমেদ পলক।
তিনি বলেন, ১৭ কোটি মানুষের মৌলিক অধিকারগুলো ঘরে ঘরে পৌঁছে দেয়ার জন্য আমরা আমাদের ডিজিটাল প্লাপফর্মের সর্বোচ্চ ব্যবহার করতে চাই। সেই মুহূর্তে এই হাসপিটাল কিংবা ম্যাসেঞ্জার বট উদ্বোধনের মধ্য দিয়ে আমরা আরো কয়েক ধাপ এগিয়ে গেলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে মে মাসের পরেও করোনা পরিস্থিতি দীর্ঘায়িত হওয়ার শঙ্কার কথা জানালেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। দেশের ৪০ জেলায় ছড়িয়ে পড়া ভাইরাসটির হটস্পট চিহ্নিত করে জাতীয় ডিজিটাল অ্যানালিটিক্যাল প্লাটফর্ম থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিকে এমনটা অনুমান করা হচ্ছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।
এসময় দেশীয় লাইফস্টাইল অ্যাপস ‘কথা’ টেকনোলজিস চেয়ারম্যান মাহবুব জামান, আমার ল্যাব-এর কো-ফাউন্ডার তাজিন শাদীদ ও তামজিদ সিদ্দিক স্পন্দন, প্রধান নির্বাহী ইস্তিয়াক জাহিদ, হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট হাসিব আহমেদ, হেড অফ অপারেশনস ডা. সাজ্জাদ রাহাত হোসেন এবং অ্যারগো ভেনচারস লিমিটেড এর চেয়ারম্যান ফিদা-ই-জাহির, চিফ টেকনিকাল অফিসার আরবাব উর রহমান ও হেড অফ অপারেশনস শেখ ফাইয়াজ মোরসালিন প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জাতীয়