Saturday || April 20, 2024 Online Tech News Portal
img

ভার্চুয়াল হাসপাতাল ‘হ্যালো ডক’ উদ্বোধন

Posted on : 2020-04-15 05:57:10

News Source : ডিজিবাংলা.টেক, এপ্রিল ১৪, ২০২০

ভার্চুয়াল হাসপাতাল ‘হ্যালো ডক’ উদ্বোধন

ডিজিটাল বৈঠকে পরিকল্পনা প্রকাশের এক মাসের মধ্যেই ঘরে বসেই স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে দেশীয় লাইফস্টাইল অ্যাপস ‘কথা’এর উদ্যোগে ভার্চুয়াল হাসপাতাল ‘হ্যালো ডক’ এর উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এসময় দেশীয় লাইফস্টাইল অ্যাপস ‘কথা’ টেকনোলজিস চেয়ারম্যান মাহবুব জামান, আমার ল্যাব-এর কো-ফাউন্ডার তাজিন শাদীদ ও তামজিদ সিদ্দিক স্পন্দন, প্রধান নির্বাহী ইস্তিয়াক জাহিদ, হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট হাসিব আহমেদ, হেড অফ অপারেশনস ডা. সাজ্জাদ রাহাত হোসেন এবং অ্যারগো ভেনচারস লিমিটেড এর চেয়ারম্যান ফিদা-ই-জাহির, চিফ টেকনিকাল অফিসার আরবাব উর রহমান ও হেড অফ অপারেশনস শেখ ফাইয়াজ মোরসালিন প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অ্যাপটির মাধ্যমে ঘরে বসেই রক্ত পরিক্ষা সেবা ও জরুরী এ্যাম্বুলেন্স সেবা গ্রহণ করা যাবে। প্রাথমিক ভাবে “আমারল্যাব” এর ফেসবুক পেজ এবং “কথা অ্যাপ” থেকে এই সেবাটি প্রদান করা হবে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রায় ৪০ জনের বেশি বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে একটি দক্ষ টিম রোগীদের সেবা প্রদান করবেন।
করোনাকালিন সময়ে ম্যাসেঞ্জারে মাধ্যমে বিনামূল্যে সেবা নেওয়ার সুযোগ থাকলেও এর পরে এটি পেইড অ্যাপ হিসেবে আত্মপ্রকাশ করবে। খুব শীঘ্রই এই সেবাটি মোবাইল অ্যাপের মাধ্যমেও প্রদান করা হবে।
ম্যাসেঞ্জার ভিত্তিক এই ডিজিটাল হাসপাতাল ডাক্তারদের ৮০ শতাংশ সেবাই ঘরে বসে অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রদান করা সম্ভব বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এই সেবা প্রদানের ফলে রোগীদের ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হবে না। রোগীরা নিজ ঘরে থেকেই ডাক্তারের সাথে সাক্ষাত করে সেবা গ্রহন করতে পারবেন এবং ডাক্তাররাও তাদের সময়কে সঠিক ভাবে ব্যবহার করতে সক্ষম হবেন।
বাংলাদেশের প্রথম লাইফ স্ট্যাইল অ্যাপ “কথা”, “অ্যারগো ভেনচারস লিমিটেড” এবং “আমারল্যাব” এর যৌথ উদ্যোগে এই সেবাটি বাজারে নিয়ে এসেছে।
এই সেবা গ্রহণ করা অত্যান্ত সহজ এবং সেবা গ্রহণ করার জন্য নতুন কোন অ্যাপ বা সফটওয়্যার ডাউনলোড করতে হবেনা। একজন রোগী ফেসবুক ম্যাসেঞ্জারের স্মার্ট চ্যাট বটের মাধ্যমে সেবাটি গ্রহন করতে পারবেন। এজন্য “আমারল্যাব” এর ফেসবুক পেইজ (https://www.facebook.com/amarlab.bd/)-এ প্রবেশ করে তারপর ম্যাসেজ বাটনে প্রেস করতে হবে। ম্যাসেজ বট- এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সেবাগ্রহণকারীকে ডাক্তারের সাথে ভিডিও কনফারেন্সের জন্য সংযোগ স্থাপন করিয়ে দেয়া হবে। এছাড়াও কথা অ্যাপের মাধ্যমেও এই সেবাটি পাওয়া যাবে।

জাতীয়