Friday || April 26, 2024 Online Tech News Portal
img

৫৫ জেলায় করোনা, শুধু ঢাকাতেই শনাক্ত ১২১৬

Posted on : 2020-04-21 04:46:59

News Source : বাংলা২৪লাইভনিউজপেপার.কম, 21 April 2020

৫৫ জেলায় করোনা, শুধু ঢাকাতেই শনাক্ত ১২১৬

দেশে মরণব্যাধী করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপকহারে ছড়িয়ে পড়তে শুরু করেছে। ইতোমধ্যে ৫৫টি জেলা ও বিভিন্ন অঞ্চলে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে রাজধানী ঢাকা। এরপরেই আছে পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ ও নরসিংদী জেলা।

স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্যমতে, ভাইরাসটি সবচেয়ে ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে রাজধানী ঢাকায়। ইতোমধ্যে এখানে হাজার ছাড়িয়ে গেছে কোভিড-১৯ রোগীর সংখ্যা। এখন পর্যন্ত এই সংখ্যাটা ১২১৬ জন। প্রতিদিনই তা বাড়ছে।

ঢাকার পর সবচেয়ে বেশি বিপর্যয় সৃষ্টি করেছে নারায়ণগঞ্জ জেলায়। সেখানে এখন পর্যন্ত ৩৮৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ ছাড়া জেলাটিকে ক্লাস্টার জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ দেশের অন্যান্য অঞ্চলে সংক্রমণের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, আক্রান্ত ব্যক্তি হয় নারায়ণগঞ্জ থেকে এসেছে অথবা তার দ্বারা সংক্রমিত হয়েছেন।

বিপর্যয়ের তালিকায় এরপরই রয়েছে গাজীপুর জেলা। সেখানে প্রতিদিনই সংক্রমিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গত কয়েকদিনের ব্যবধানে সেই সংখ্যাটা ২৬৯ জনে দাঁড়িয়েছে। জেলাটিকে ইতোমধ্যে করোনা সংক্রমণের হটস্পট হিসেবে ঘোষণা করেছে আইইডিসিআর।

মহামারি এই ভাইরাসটির সংক্রমণের হটস্পট হিসেবে এরপরই রয়েছে কিশোরগঞ্জ ও নরসিংদী জেলা। এর মধ্যে শুধু কিশোরগঞ্জে এখন পর্যন্ত ১৪৬ জন কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে। আর নরসিংদীতে সেই সংখ্যাটা ১৩৫ জন।

চট্টগ্রামে করোনা রোগী শনাক্ত হয়েছে ৪৩ জন, মুন্সিগঞ্জে ৩৩, ময়মনসিংহে ৩৩, গোপালগঞ্জে ৩০, লক্ষ্মীপুরে ২৫, মাদারীপুর ২৫, বরিশাল ২৪, কুমিল্লা ২১, জামালপুর ২১, নেত্রকোনা ১৪, শেরপুর ১৩, গাইবান্ধা ১৩, বরগুনা ১২, ব্রাহ্মণবাড়িয়া ১১, দিনাজপুর ১১, টাঙ্গাইল ১০, চাঁদপুর ১০, নীলফামারী ৯, রাজবাড়ী ৮, শরীয়তপুর ৮, মানিকগঞ্জ ৭, ঠাকুরগাঁও ৬, রংপুর ৬, ফরিদপুর ৬, রাজশাহী ৫, পিরোজপুরে ৫ জন।

এ ছাড়া সিলেটে ৪ জন, নোয়াখালী ৪, ঝালকাঠি ৪, খুলনা ৩, লালমনিরহাট ২, কুড়িগ্রাম ২, জয়পুরহাট ২, ফেনী ২, বাগেরহাট ২, পটুয়াখালী ২, পাবনা ২, নড়াইল ২, মৌলভীবাজার ২, নওগাঁ ১, যশোর ১, চুয়াডাঙ্গা ১, সুনামগঞ্জ ১, হবিগঞ্জ ১, সিরাজগঞ্জ ১, পঞ্চগড় ১, কক্সবাজার ১, বগুড়া ১, বান্দরবানে ১ জন করে কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে।

জাতীয়