Friday || April 19, 2024 Online Tech News Portal
img

প্রধানমন্ত্রীর সহযোগিতার কথা বলে শেষ করা যাবে না: ড. বিজন কুমার

Posted on : 2020-04-26 04:46:28

News Source : বাংলাদেশ প্রতিদিন, ২৬ এপ্রিল, ২০২০ ১০:৩০

প্রধানমন্ত্রীর সহযোগিতার কথা বলে শেষ করা যাবে না: ড. বিজন কুমার

কোভিড-১৯ টেস্ট পদ্ধতি উদ্ভাবনের বিভিন্ন পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতার কথা স্মরণ করে গণস্বাস্থ্য কেন্দ্রে ‘জিআর কোভিড-১৯ ডট ব্লোট’ প্রকল্পের প্রধান বিজ্ঞানী ড. বিজন কুমার শীল বলেছেন, ‘প্রধানমন্ত্রীর সহযোগিতার কথা বলে শেষ করা যাবে না।’

শনিবার ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের গেরিলা কমান্ডার মেজর এ টি এম হায়দার বীর বিক্রম মিলনায়তনে আয়োজিত স্যাম্পল হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. বিজন কুমার শীল বলেন, ‘আমরা প্রথমে স্যাম্পল পাচ্ছিলাম না। আমি স্যারের (ড. জাফরুল্লাহ চৌধুরী) অনুমতি নিয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসককে ফোন দিই। উনি বললেন, আপনাদের কত স্যাম্পল লাগবে আমাকে বলুন।’
‘যাই হোক মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কত সহযোগিতা করেছেন, সেটি বলে শেষ করতে পারব না। এই কথাটি আমরা এখন বলতে চাই যে, শুধু দেশ নয়, সারা পৃথিবীর মানুষের জন্য যে টেস্ট দরকার ছিল, সেটি আমরা করতে পেরেছি এবং আমরা আশা করি রবিবার থেকে আমরা প্রোডাকশনে চলে যাব। তারপর রাষ্ট্রীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে হ্যান্ডওভার হবে’ বলেন ড. বিজন কুমার শীল।

তিনি বলেন, ‘গত দেড় মাস ধরে আমি কাজ করছি, অক্লান্ত পরিশ্রম করেছি। আমি একা নই, আমার সাথে যারা ছিল, তারা সবাই অক্লান্ত পরিশ্রম করেছেন। আমাদের লিডার ছিলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী এবং ডা. ‍মুহিব উল্লাহ খোন্দকার।’

‘আমার সঙ্গে আরও চারজন বিজ্ঞানী ছিলেন, যাদের আছে অত্যন্ত দুর্দান্ত বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং উদ্ভাবন করার শক্তি। এরা হলেন- ড. ফিরোজ আহমেদ, ড. আদনান, ড. মো. জহিরউদ্দিন ও ড. সোহাগ।

তিনি বলেন, ‘আমরা সবাই মিলে কাজ করেছি। সব শেষে আমরা বলতে পারি উই হ্যাব ডান দিস। আমরা এটি করতে পেরেছি।

জাতীয়