Thursday || March 28, 2024 Online Tech News Portal
img

শপিংমল খুলছে বৃহস্পতিবার

Posted on : 2020-05-04 12:19:50

News Source : আমাদের সময়, ৪ মে ২০২০ ১৭:১৪ | আপডেট: ৪ মে ২০২০ ১৭:২৪

শপিংমল খুলছে বৃহস্পতিবার

ঈদ-উল-ফিতরকে সামনে রেখে বেশ কয়েকটি শর্ত মেনে আগামী ৭ মে থেকে শপিংমল খুলছে। আজ সোমবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা আমাদের সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্ত্রিপরিষদ বিভাগের এক আদেশেও রমজান ও ঈদ-উল-ফিতরকে সামনে রেখে সীমিত পরিসরে ব্যবসা-বাণিজ্য চালু রাখার স্বার্থে দোকানপাট খোলা রাখার সুযোগ দেওয়া হচ্ছে বলে জানানো হয়।

বেচাকেনার সময় ক্রেতা-বিক্রেতাদের পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করার জন্যও সেই আদেশে বলা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা আদেশে দেওয়া শর্তগুলো হলো-

১. বড় শপিংমলের প্রবেশমুখে হাত ধোঁয়ার ব্যবস্থা ও স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।

২. শপিংমলে আসা যানবাহনকে অবশ্যই জীবাণুমুক্ত করার ব্যবস্থা রাখতে হবে।

৩. দোকানপাট এবং শপিংমল বিকেল ৫টার মধ্যে অবশ্যই বন্ধ করতে হবে।

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে সরকার প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সব অফিস আদালত বন্ধ ঘোষণা করে। সেই সঙ্গে সারা দেশে সব ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারিসহ শপিং মলও বন্ধ রাখতে বলা হয়।

সেই ছুটির মেয়াদ ইতিমধ্যে ১৬ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার। এতদিন সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়ায় নিষেধাজ্ঞা ছিল। এখন তা দুই ঘণ্টা শিথিল করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, ‘জরুরি প্রয়োজন ছাড়া রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত কোনোভাবেই বাড়ির বাইরে আসা যাবে না।’

জাতীয়