Wednesday || May 1, 2024 Online Tech News Portal
img

বিএসএমএমইউকে সক্ষমতা যাচাইয়ে আজ কিট দেবে গণস্বাস্থ্য

Posted on : 2020-05-04 22:04:22

News Source : আমাদের সময়, ৫ মে ২০২০ ০০:০০ | আপডেট: ৫ মে ২০২০ ০৩:২২

বিএসএমএমইউকে সক্ষমতা যাচাইয়ে আজ কিট দেবে গণস্বাস্থ্য

গণস্বাস্থ্যের উদ্ভাবিত করোনা ভাইরাস শনাক্তে ‘জি র‌্যাপিড ডট ব্লট’ কিটের কার্যকারিতা নিয়ে বৈঠক হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)। গতকাল সকালে বিএসএমএমইউয়ের গঠিত ছয় সদস্যের কমিটির সঙ্গে কেন্দ্রের কিট গবেষণা দলের সমন্বয়কারী মহিব উল্লাহ খোন্দকার বৈঠক করেন। আজ সকাল ১০টার দিকে গণস্বাস্থ্য কেন্দ্রের কিট বিশ্ববিদ্যালয়কে হস্তান্তর করা হতে পারে। বিএসএমএমইউয়ের ভাইরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক শাহীনা তাবাসসুনের নেতৃত্বে প্রতিষ্ঠানটির ৬ সদস্য এ নিয়ে কাজ শুরু করেছেন। গতকাল সন্ধ্যায় গণস্থাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমরা আশা করছি এক সপ্তাহের মধ্যেই আমাদের কিট সম্পর্কে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় একটি মতামত দেবে। তবে এখনো কাজ কচ্ছপ গতিতে চলছে। বঙ্গবন্ধু মেডিক্যালের ইতিবাচক সাড়া পেলেই আমরা বৃহৎ পরিসরে কিট উৎপাদন শুরু করব।

জাতীয়