Wednesday || April 24, 2024 Online Tech News Portal
img

আজ থেকে মেঘনায় মাছ ধরা শুরু

Posted on : 2020-05-01 04:25:27

News Source : বাংলাদেশ প্রতিদিন, ১ মে, ২০২০ ০৮:৪৭

আজ থেকে মেঘনায় মাছ ধরা শুরু

আজ শুক্রবার থেকে মেঘনায় মাছ ধরা শুরু হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টায় ইলিশের জাটকা সংরক্ষণের জন্য রামগতি উপজেলার মেঘনা নদীর ইলিশ অভয়াশ্রম এলাকায় জাটকাসহ সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা শেষ হয়। এরপরই শুরু হয় মাছ ধরা।

জাটকা নিধন প্রতিরোধ কার্যক্রমের আওতায় মেঘনা নদীর ইলিশ অভয়াশ্রম এলাকায় মার্চ ও এপ্রিল দুই মাস ইলিশসহ সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা ছিল।

একই সময় জাটকা ইলিশ মাছ ক্রয়-বিক্রয়, মজুত ও পরিবহন নিষিদ্ধ করা হয়েছিল। মত্স্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়ন বিষয়ক জেলা ও উপজেলা টাস্কফোর্স সরকারি ঐ নিষেধাজ্ঞা কার্যকর করেছিল।
এদিকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর আজ শুক্রবার থেকে মেঘনা নদীতে পুরোদমে মাছ ধরার জন্য এরই মধ্যে মাছ ঘাটগুলো সরগরম হয়ে উঠছে।

সিনিয়র উপজেলা মত্স্য কর্মকর্তা ও উপজেলা টাস্কফোর্সের সদস্য সচিব মো. জসিমউদ্দিন জানান, জাটকা নিধন প্রতিরোধের জন্য মার্চ ও এপ্রিল দুই মাস চাঁদপুরের ষাটনল থেকে রামগতি উপজেলার আলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকায় ইলিশ অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা, ক্রয়বিক্রয় ও পরিবহন নিষিদ্ধ করা হয়েছিল।

জাতীয়