Friday || April 19, 2024 Online Tech News Portal
img

নিজেদের কিটে করোনা পরীক্ষা করবে গণস্বাস্থ্য

Posted on : 2020-05-10 05:06:20

News Source : আমাদের সময়, ১০ মে ২০২০ ০১:৫৪ | আপডেট: ১০ মে ২০২০ ০৭:৫৮

নিজেদের কিটে করোনা পরীক্ষা করবে গণস্বাস্থ্য

করোনা ভাইরাস শনাক্তে নিজেদের উদ্ভাবিত ‘জিআর র‌্যাপিড ডট ব্লট’ কিটের নিজস্ব ক্লিনিক্যাল ট্রায়াল করবে গণস্বাস্থ্য কেন্দ্র। সম্পূর্ণ বিনা খরচে তারা আজ রবিবার থেকে এই পরীক্ষা করবে।

এদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে আজ কার্যকারিতা যাচাইয়ের জন্য এই কিট চাওয়া হতে পারে। আজ এ নিয়ে বিএসএমএমইউর সঙ্গে গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষক দলের বৈঠক হওয়ার কথা।

গতকাল শনিবার সন্ধ্যায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠা ডা. জাফরুল্লাহ চৌধুরী আমাদের সময়কে বলেন, রবিবার (আজ) সকাল ১০টা থেকে আমরা নিজস্ব ইন্টারন্যাল ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করব। যেসব বয়স্ক রোগী কোথাও করোনার পরীক্ষা করাতে পারছেন না বা যাদের পরীক্ষায় একটিতে পজিটিভ, আরেকটিতে নেগেটিভ এসেছে, এখন আরেকটি পরীক্ষা কোথাও করাতে না পেরে চিকিৎসা নিতে পারছেন না- তাদের আমরা পরীক্ষা করব। এসব রোগীকে সাহায্য করার জন্য আমাদের ক্লিনিক্যাল ট্রায়ালের আওতায় এনে পরীক্ষা করব। তাতে কোনো খরচ লাগবে না। শুধু রেজিস্ট্রেশন করতে ২০০ টাকা লাগবে। পরীক্ষার পর ফল লিখে দেব, যাতে অন্য হাসপাতালে তারা চিকিৎসা নিতে পারেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের হাসপাতালের চিকিৎসকরাই এই পরীক্ষা করবেন জানিয়ে জাফরুল্লাহ বলেন, আমরা আগেও ক্লিনিক্যাল ট্রায়াল করেছি, এখন ব্যাপক আকারে করব। এজন্য রোগীর অনুমতি ছাড়া আর কারও অনুমতির প্রয়োজন হবে না।

করোনা ভাইরাসের পরীক্ষা করানোর জন্য মানুষ ভোগান্তির মধ্যে পড়েছে উল্লেখ করে ডা. জাফরুল্লাহ বলেন, পত্রিকায় নিউজ এসেছে বিভিন্ন হাসপাতালে গিয়ে মানুষ পরীক্ষা করতে পারছে না। কেউ কেউ ৭ থেকে ৮টি হাসপাতালে ঘুরেও পরীক্ষা করতে পারছে না।

আবার অনেক রোগীর প্রথম পরীক্ষায় করোনা ভাইরাসের পজিটিভ এসেছিল, তারা চিকিৎসা নিয়েছেন। এখন তারা সুস্থ বা করোনামুক্ত কিনা তা জানতে পরীক্ষা করাতে পারছেন না। করোনা হয়েছে কিনা, সেটা না জানায় অনেক রোগী ডায়ালাইসিস করাতে পারছেন না। আমরা তাদের ক্লিনিক্যাল ট্রায়ালের আওতায় এনে সাহায্য করব।

নানা বিতর্কের পর ৩০ এপ্রিল ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে বিএসএমএমইউ বা আইসিডিডিআর,বিতে গণস্বাস্থ্যের এ কিটের কার্যকারিতা পরীক্ষার অনুমিত দেওয়া হয়। এরপর ২ মে এ পরীক্ষার জন্য বিএসএমএমইউর ভাইরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. শাহীনা তাবাসসুমকে প্রধান করে ছয় সদস্যের কমিটি করা হয়।

গণস্বাস্থ্য কেন্দ্রের কিট গবেষণা দলের সমন্বয়কারী ড. মহিব উল্লাহ খোন্দকার আমাদের সময়কে বলেন, আশা করছি, রবিবার (আজ) কিট সম্পর্কে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় একটি মতামত দেবে। এ কিট নিয়ে সব তথ্যই কমিটিতে দেওয়া হয়েছে। তারা চাইলে কার্যকারিতা যাচাইয়ের জন্য কিট হস্তান্তর করা হবে। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) গণস্বাস্থ্যের কাছে কিট চেয়েছে। তারাও হয়তো আজ যোগাযোগ করবে।

জাতীয়