Friday || March 29, 2024 Online Tech News Portal
img

ফোন করলেই ধান কাটার দল হাজির

Posted on : 2020-05-12 11:51:17

News Source : আমাদের সময়, ১২ মে ২০২০ ১৭:২২ | আপডেট: ১২ মে ২০২০ ১৭:৩৭

ফোন করলেই ধান কাটার দল হাজির

অর্থাভাবে কিংবা মজুর সংকটে ধান কাটতে না পারা কৃষকের একটি ফোনে সাড়া দিয়েই আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হাজির হচ্ছেন কৃষকের জমিতে। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় এমন চিত্র দেখা গেছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান ফিজারের দিকনির্দেশনায় কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ক্ষেতের ধান কাটা ও মাড়াই করে দিচ্ছেন দলীয় নেতাকর্মীরা।

উপজেলা ছাত্রলীগের ৩০ জন, আওয়ামী যুবলীগের ২০ জন এবং স্বেচ্ছাসেবক লীগের ১০ জনের সমন্বয়ে ৬০ জনের ধান কাটা ও মাড়াইয়ের জন্য একটি স্বেচ্ছাশ্রম দল গঠন করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০টায় সরেজমিনে উপজেলার এলুয়ারী ইউনিয়নের দামদরপুর গ্রামে গিয়ে দেখা যায়, স্বেচ্ছাশ্রমে ধান কাটা-মাড়াইয়ের দলটি দুইভাগে বিভক্ত হয়ে গ্রামের জহুরুল ইসলামের ৪০ শতাংশ জমির ধান কেটে মাড়াই করে গোলায় তুলে দিচ্ছেন।

এ বিষয়ে কৃষক জহুরুল ইসলাম বলেন, ‘আমার জমির ধান পাকার পরও মজুর সংকটের কারণে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিলাম। হঠাৎ মনে পড়ে গত শুক্রবার পাশের জোয়ার গ্রামে স্বেচ্ছাশ্রমে ধান কেটে দেওয়া হয়েছিল। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ভাইস চেয়ারম্যানকে ফোন দিলে তিনি বলেন, চিন্তার কোনো কারণ নেই। কাল বা পরশু ধান কেটে দেওয়া হবে।’

কৃষক জহুরুল আরও বলেন, ‘সত্যি সত্যি আজ মঙ্গলবার জমিতে এসে দলীয় নেতাকর্মীরা ধান কেটে মাড়াই করে বাড়িতে পৌঁছে দিতে শুরু করেন। যেসব ছেলেরা লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে তাদের তো কোনোদিন মাঠে কাজ করার কোনো অভিজ্ঞতা নেই। কিন্তু তারা ধান কেটে মাড়াই করে বস্তা ভর্তি ধান গোলায় দিয়ে আসা পর্যন্ত সবকিছুই যেন এক অন্য রকম দৃশ্য।’

এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী বলেন, ‘এলাকার সংসদ সদস্যের দিকনির্দেশনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুলের তত্ত্বাবধানে কৃষকদের ধান কেটে দেওয়ার জন্য একটি স্বেচ্ছাশ্রম দল গঠন করা হয়েছে। কৃষকের ফোন পেলেই নেতাকর্মীদের নিয়ে ধান কেটে দেওয়া হচ্ছে। এ স্বেচ্ছাশ্রম অব্যাহত থাকবে। কোনো কৃষকেরই ধান জমিতে পড়ে নষ্ট হবে না।’

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল বলেন, ‘প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি মহোদয়ের সার্বিক দিকনিদের্শনায় স্বেচ্ছাশ্রমে ধান কাটা-মাড়াই দল গঠন করা হয়েছে। ফোন পেলেই কৃষকের বাড়িতে হাজির হয়ে ধান কেটে গোলায় তুলে দেওয়া হবে।’

জাতীয়