Friday || March 29, 2024 Online Tech News Portal
img

১০ দিনেই ভেন্টিলেটর বানালো মাইওয়ান

Posted on : 2020-04-10 15:34:41

News Source : ডিজিবাংলা.টেক, এপ্রিল ১০, ২০২০

১০ দিনেই ভেন্টিলেটর বানালো মাইওয়ান

মাত্র ১০ দিনেই বিদেশ থেকে আমাদানীকৃত ভেন্টিলেটরের অনুরূপ আরেকটি আইসিইউ ভেন্টিলেটর দেশেই তৈরি করলো মাইওয়ান। গাজীপুরের ধীরাশ্রম এলকায় অবস্থিত দেশের খ্যাতনামা ইলেকট্রনিক্স কোম্পানি মাইওয়ান ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় তৈরি সেমি-অটো এই ভেন্টিলেটরটি শনি বা রবিবারে হাসপাতালে পরীক্ষামূলক ভাবে ব্যবহার করা হবে।

সেখানে পরীক্ষায় সফল হলে প্লান্টের সব কাজ বন্ধ রেখে ২০ দিনের মধ্যে অর্ধশতাধিক ভেন্টিলেটর তৈরি করা হবে বলে জানিয়েছেন মাইওয়ান ব্যবস্থাপনা পরিচালক ও এফবিসিসিআই পরিচালক এম এ রাজ্জাক খান রাজ।

শুক্রবার বাংলাদেশে বাণিজ্যিক মডেলে তৈরি প্রথম এই ভেন্টিলটরটির ভিডিও প্রকাশ করা হয়েছে।

জানাগেছে,ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবার্তীর কাছ থেকে ওই হাসাপাতালের আইসিইউতে ব্যবহৃত একটি ভেন্টিলেটর কারখানায় নিয়ে গিয়ে সেটি অনুকরণ করে নতুন আরেকটি ভেন্টিলেটর তৈরি করেছে মাইওয়ান।

জাতীয়