Thursday || March 28, 2024 Online Tech News Portal
img

সরকারের কাছে যে অনুরোধ করলেন জাফরুল্লাহ

Posted on : 2020-05-11 14:34:14

News Source : আমাদের সময়, ১১ মে ২০২০ ১৭:০৩ | আপডেট: ১১ মে ২০২০ ২০:০৯

সরকারের কাছে যে অনুরোধ করলেন জাফরুল্লাহ

সরকারের কাছে বিশেষ একটি আবেদন করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, ‘সরকারে কাছে আবেদন করতে চাচ্ছি, যতদিন পর্যন্ত তুলনামূলক আক্রান্তের পরীক্ষার রিপোর্ট না আসে ততদিন আমাদের একটা সাময়িক সনদপত্র দেন। যাতে আমরা লোকেদের করোনাভাইরাস হয়েছে কি হয়নি এটা পরীক্ষা করে দিতে পারি। র‌্যাপিড টেস্টের মাধ্যম এই পরীক্ষাটা যেন করে দিতে পারি।’

আজ সোমবার রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত গণস্বাস্থ্য নগর হাসপাতাল মিলনায়তনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সরকারের উদ্দেশে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘এখন যদি শুরু করি তাহলে আপনারা বলবেন, আমরা নিয়ম-নীতির তোয়াক্কা করি না। যেহেতু আমাদের প্রক্রিয়াটা পেন্ডিং আছে তাই সাময়িকভাবে এটা করা যায় কি না আপনাদের (গণমাধ্যম) মাধ্যমে সরকারের কাছে আবেদন করছি।’

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, ‘প্রতিদিন ২৬০ থেকে ৩০০ রোগীর ডায়ালাইসিস করে থাকি। আমাদের কাছে রোগী আসে তার করোনা পজিটিভ। তাকে চিকিৎসা দিতে পারি না। কারণ আমার অন্য রোগীরা অ্যাফেকটেড (আক্রান্ত) হয়ে যাবে।’

এ সময় জনসাধারণের উদ্দেশে বলেন, ‘জনসাধারণের কাছে আবেদন করছি, আমাদের ধানমন্ডিতে হাসপাতালের আশেপাশে ৫ হাজার স্কয়ার ফিট জায়গা দিলে আমরা সেখানে দ্রুত মেশিন বসিয়ে করোনা আক্রান্ত ১০০ জনের ডায়ালাইসিস করে দিতে পারি। অথবা অন্য কেউ যদি হাসপাতালের কোনো অংশ আমাদের দেয় তাহলে এই কিডনি রোগীদের চিকিৎসা করতে পারি।’

প্রসঙ্গত,গত ৩০ এপ্রিল ঔষধ প্রশাসন অধিদপ্তর গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটের সক্ষমতা যাচাইয়ের জন্য বিএসএমএমইউকে অনুরোধ করে চিঠি দেয়। এরপর বিএসএমএমইউ গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটের সক্ষমতা পরীক্ষা করতে ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। নিয়তান্ত্রিকভাবে এ কমিটি কাজ করছে।

জাতীয়