Thursday || March 28, 2024 Online Tech News Portal
img

আরও ৫০ লাখ লোককে রেশন কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী

Posted on : 2020-05-04 08:05:56

News Source : আমাদের সময়, ৪ মে ২০২০ ১২:১১ | আপডেট: ৪ মে ২০২০ ১২:২৪

আরও ৫০ লাখ লোককে রেশন কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের এই সময়ে দেশে আরও ৫০ লাখ মানুষকে রেশন কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই কার্ড দিয়ে উপকারভোগীরা ১০ টাকা কেজি দরে চাল কিনতে পারবেন।

আজ সোমবার বেলা ১১টায় গণভবন থেকে রংপুর বিভাগের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা ৫০ লাখ মানুষকে রেশন কার্ড দিয়ে থাকি। ১০ টাকা পার কিলো চাল কিনতে পারে। আমরা আরো ৫০ লক্ষ লোককে এ সুবিধাটা দেবো। তালিকাটা হয়ে গেছে।’

পরিবহন খাত সংশ্লিষ্টরা নগদ প্রণোদনা পাবেন জানিয়ে তিনি বলেন, ‘কিছু আছে যেমন পরিবহন একেবারে বন্ধ- আমাদের সড়ক পরিবহন, নৌ পরিবহন থেকে শুরু করে রেলওয়ে পরিবহন। রেলওয়ে সীমিত আকারে চালু করেছি, ডাক, পণ্য পরিবহনের জন্য। এসবের সঙ্গে যারা সংশ্লিষ্ট ছিলেন কিন্তু আয়-উপার্জনের পথ নাই তাদের আমরা ঈদের নগদ প্রণোদনা দিতে চাই যাতে ঈদের আগে বা রোজায় তারা সহযোগিতাটা পান আমরা সেই ব্যবস্থাটা করব।’

এই কনফারেন্সে করোনাভাইরাস নিয়ে শেখ হাসিনা বলেন, ‘গোটা বিশ্ব এক অদৃশ্য শত্রুর মোকাবিলা করছে। করোনাভাইরাসে দেশের অর্থনীতি থমকে দাঁড়িয়েছে। এর প্রভাব পড়বে আগামীতেও। বৈশ্বিক সংস্থাগুলো একে অর্থনৈতিক মহামারি হিসেবে আখ্যায়িত করেছে।’

তিনি বলেন, ‘অস্ত্র ও সম্পদে শক্তিশালী দেশগুলোকে করোনাভাইরাস ব্যর্থ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কী খেলা! ধন-সম্পদ-অস্ত্র কিছুই কাজে লাগছে না।’

জাতীয়