Friday || April 19, 2024 Online Tech News Portal
img

লকডাউনের মধ্যেও হাওরের ৪৪ শতাংশ ধান ঘরে তুলেছেন কৃষক: কৃষিমন্ত্রী

Posted on : 2020-04-26 05:08:20

News Source : যুগান্তর, ২৫ এপ্রিল ২০২০, ১৯:৫৭ | অনলাইন সংস্করণ

লকডাউনের মধ্যেও হাওরের ৪৪ শতাংশ ধান ঘরে তুলেছেন কৃষক: কৃষিমন্ত্রী

মহামারী করোনাভাইরাসের সংক্রণ প্রতিরোধে লকডাউনের মধ্যেও দেশের হাওর এলাকায় ৪৪ শতাংশ ধান কেটে কৃষকরা ইতিমধ্যে তাদের ঘরে তুলেছেন বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।

শনিবার এক ভিডিও বার্তায় মন্ত্রী একথা জানান।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়ে বলা হয়, কৃষি মন্ত্রণালয়ের নানান উদ্যোগের ফলে হাওরের কৃষকেরা ভালোভাবে ধান কাটতে পারছে, ইতিমধ্যে ৪৪ শতাংশ ধান কেটে ঘরে তুলতে পেরেছে।

এতে বলা হয়, অস্বাভাবিক বৃষ্টিপাত বা আগাম বন্যা না হলে যে গতিতে ধান কাটা চলছে, আমরা আশাবাদী হাওরের কৃষকেরা সময়মতো ধান ঘরে তুলতে পারবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কৃষকদের ধান ঘরে তোলায় সহযোগিতা করায় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন, জেলা পুলিশ, স্বাস্থ্য বিভাগ এবং জেলা/উপজেলা/ইউনিয়ন কৃষি বিভাগকে ধন্যবাদ জানান কৃষিমন্ত্রী। এছাড়া কৃষকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, স্কুল-কলেজের ছাত্র-শিক্ষক এবং নানা শ্রেণি-পেশার যারা কৃষকের ধান কেটে দিচ্ছেন তাদেরও ধন্যবাদ জানান মন্ত্রী।

উল্লেখ্য, এ বছর বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ২ কোটি ৪ লাখ ৩৬ হাজার মেট্রিক টন। এর প্রায় ২০ শতাংশ আসবে হাওরাঞ্চল থেকে।

জাতীয়