Friday || June 25, 2021 Online Tech News Portal
img

জামাতে দাঁড়াতে হবে এক সারি পর পর, মুসল্লিদের দূরত্ব থাকবে ৩ ফুট

Posted on : 2020-05-06 19:48:48

News Source : বাংলাদেশ প্রতিদিন, ৬ মে, ২০২০ ১৫:২০

জামাতে দাঁড়াতে হবে এক সারি পর পর, মুসল্লিদের দূরত্ব থাকবে ৩ ফুট

শর্ত সাপেক্ষে দেশের সব মসজিদ খুলে দেয়া হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার জোহরের নামাজের পর থেকে রাজধানীসহ সারাদেশে মসজিদগুলোতে জামাতে নামাজ ও তারাবিহ পড়া যাবে। তবে সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করতে হবে।

ধর্ম সচিব নুরুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন, আগামীকাল থেকে সারা দেশের মসজিদে তারাবির নামাজসহ ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবেন মুসল্লিরা। এক সারি পরপর একজন মুসল্লি থেকে অপরজনের দূরত্ব হবে তিন ফুট।

জাতীয়