Friday || April 26, 2024 Online Tech News Portal
img

শিল্পীর পেন্সিলে আঁকা স্ক্যাচ দেখে ধর্ষক গ্রেফতার

Posted on : 2020-05-02 10:04:40

News Source : বাংলাদেশ প্রতিদিন, ২ মে, ২০২০ ১৪:৫১

শিল্পীর পেন্সিলে আঁকা স্ক্যাচ দেখে ধর্ষক গ্রেফতার

রাজধানীর কদমতলীতে ৬ বছরের শিশু ধর্ষণের ঘটনায় টুটুল (২০) নামে এক ধর্ষককে গ্রফতার করেছে পুলিশ। গত ২৫ এপ্রিল সন্ধ্যায় টুটুল মুরাদনগর এলাকায় শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় পরে সিসি ক্যামেরার ফুটেজ থেকে মাস্ক পড়া এক যুবকের ছবি শিল্পীকে দিয়ে স্ক্যাচ করিয়ে নেয়।

শুক্রবার রাতে ওই স্ক্যাচ থেকেই ধর্ষককে কদমতলী এলাকা থেকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়।

পুলিশের শ্যামপুর জোনের সহকারী কমিশনার শাহ আলম জানান, গ্রেফতারকৃত টুটুলের বাসা মুগদা এলাকায়। সে কদমতলীতে তার নানা ও খালার বাসায় মাঝে মাঝে ঘুরতে আসত। ২৫ এপ্রিল সন্ধ্যায় শিশুটিকে উদ্ধার করার পর তার বাবা কদমতলী থানায় একটি মামলা করেন। এরপর মুরাদপুর এলাকায় ধর্ষণের স্থানটির আশপাশের ১৬টি বাড়ির সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ জব্দ করা হয়। একটি ভিডিও ফুটেজে দেখা যায় যে এক যুবক মেয়েটিকে হাত ধরে রাস্তায় হেঁটে যাচ্ছে। কিন্তু যুবকের মুখে মাস্ক পড়া ছিল বলে তাকে শনাক্ত করা যাচ্ছিল না। পরে সাখওয়াত তমাল নামে এক শিল্পীকে দিয়ে সন্দেহভাজন যুবকের স্ক্যাচ একে নেওয়া হয়। ওই স্ক্যাচের ১০০ কপি পোস্টার বানানো হয়। পোস্টার এলাকায় টানানোর পর একজন ফোন করে ওই যুবকের পরিচয় নিশ্চিত করে।
ঘটনাটি তদন্ত করে ওয়ারী বিভাগের উপ-কমিশনার শাহ ইফতেখার আহমদের নির্দেশনায় শ্যামপুর জোনের সহকারী কমিশনার শাহ আলম, কদমতলী থানার পরিদশর্ক (তদন্ত) কামরুজ্জামান, এসআই আব্বাস ও এএসআই ওয়ালী উল্লাহর নেতৃত্বে একটি টিম ওই যুবককে শুক্রবার রাতে গ্রফতার করে। গ্রেফাতরকৃত টুটুল ধর্ষণের কথা স্বীকার করেছেন।

জাতীয়