Wednesday || April 24, 2024 Online Tech News Portal
img

দেশে ২৪ ঘণ্টায় শনাক্তের রেকর্ড ভাঙল, মৃত্যু ১৪

Posted on : 2020-05-10 15:40:49

News Source : আমাদের সময়, ১০ মে ২০২০ ১৪:২৭ | আপডেট: ১০ মে ২০২০ ২০:১৫

দেশে ২৪ ঘণ্টায় শনাক্তের রেকর্ড ভাঙল, মৃত্যু ১৪

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্তের রেকর্ড ভাঙল। নতুন করে শনাক্ত হয়েছে ৮৮৭ জন এবং মারা গেছে ১৪ জন। সুস্থ হয়েছে ২৩৬ জন।

আজ রোববার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি ৫ হাজার ৬৪২টি। গতকালেরসহ নতুন নমুনা পরীক্ষা করেছি ৫ হাজার ৭৩৮টি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ৮৮৭ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ১৪ হাজার ৬৫৭ জন।’

তিনি বলেন, ‘আমাদের বিভিন্ন হাসপাতাল থেকে ঢাকা মেট্রোপলিটন হাসপাতাল, ঢাকা ডিভিশনের মধ্যে অন্যান্য জেলা হাসপাতাল, সারা দেশের বিভিন্ন বিভাগের হাসপাতালসহ আমাদের ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২৩৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৬৫০ জন।’

অধ্যাপক নাসিমা বলেন, ‘আজকে যেমন আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেশি, আজকে মৃত্যুর সংখ্যাও বেশি। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ১৪ জন। পুরুষ ১০ জন, নারী ৪ জন। আমাদের এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ২২৮ জন।’

এর আগে শনিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ৬৩৬ জন, মৃত্যু হয় ৮ জনের। তার আগের দিন শুক্রবার শনাক্ত হয় ৭০৯ জন, মারা যায় ১ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ১৭ এপ্রিল সর্বোচ্চ ১৫ জন করোনা রোগীর মৃত্যু হয়।

জাতীয়