Thursday || March 28, 2024 Online Tech News Portal
img

প্রধানমন্ত্রীর আহ্বান প্রতিপালনে প্রস্তুত ই-কমার্স প্রতিষ্ঠানগুলো

Posted on : 2020-04-14 07:14:46

News Source : ডিজিবাংলা.টেক, এপ্রিল ১৩, ২০২০

প্রধানমন্ত্রীর আহ্বান প্রতিপালনে প্রস্তুত ই-কমার্স প্রতিষ্ঠানগুলো

সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যবসায়ীদের ই-কমার্সে সংযুক্ত হওয়া এবং ভোক্তাদের অনলাইনে কেনা-কাটার প্রতি গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বক্তব্যের একদিন পরেই সোমবার প্রধানমন্ত্রীর এই আহ্বানের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে ই কমার্স অ্যাসোয়েসন অব বাংলাদেশ- ই-ক্যাব। পা
শাপাশি আহ্বানটিকে নির্দেশনা হিসেবে বিবেচনা করে যেসব ব্যবসায়ী এখনো ই-কমার্স প্লাটফর্মে সংযুক্ত হননি তাদেরও এতে সংযুক্তির জন্য উদ্যোগ নিয়েছে সংগঠনটি। ক্রেতা ও ব্যবসায়ীদের সার্বক্ষণিক সহযোগিতার জন্য চালু করেছে হটলাইন সেবা নম্বর- ০৯৬৭৮১০০৭০০।
প্রযুক্তির মাধ্যমে কেনাকাটার কাজ সম্পাদন করা গেলে প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী সহজেই ‘স্থবিরতা’ কেটে যাবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে ‘করোনা’ মাহমারি থেকে রক্ষা পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংগঠনটির কার্য নির্বাহী কমিটি। একইসঙ্গে এর মাধ্যমে অর্থনৈতিক অচলাবস্থা থেকেও উত্তরণ ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ই-ক্যাব সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল।
ই-ক্যাবের প্রেসিডেন্ট শমী কায়সার বলেন, প্রধানমন্ত্রীর পরামর্শটি শতভাগ সময়োপযোগী। আর এই আহ্বানটিকে আমরা নির্দেশনার হিসেবেই নিয়েছি। ই-কমার্স অবকাঠামোর উন্নয়নে নিরলস কাজ করছে ই-ক্যাব। ই-ক্যাবের সদস্য ই-কমার্স প্রতিষ্ঠানগুলোও সে চেষ্টা অব্যাহত রেখেছে ঘরে-বাইরে ও নিরাপদ দূরত্ব বজায় রেখেই স্বাস্থ্য বিধি মেনে তারা গ্রাহকের দোরগোড়ায় নিত্য প্রয়োজনীয় পণ্য ও সেবা পৌঁছে দিচ্ছেন। পাড়ার দোকানিরাও যেনো এই সেবায় যুক্ত হতে পারেন সে জন্য আমরা তাদেরকেও এই প্লাটফর্মে আনার উদ্যোগ নিয়েছি। ই-ক্যাবের হটলাইনে যোগাযোগ করলে আমার তাদেরকেও সহায়তা করতে প্রস্তুত রয়েছি।

জাতীয়