Friday || April 26, 2024 Online Tech News Portal
img
ভিডিও খবর
বাসার ছাদে প্রেমিকাকে চুমু দিয়ে গ্রেফতার ইরানি খেলোয়াড়
2020-05-24 05:25:59
ইত্তেফাক, ২০:৩৬, ২৩ মে, ২০২০
বাসার ছাদে উঠে প্রেমিকাকে চুমু দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে গ্রেফতার হয়েছেন ইরানের জনপ্রিয় এক খেলোয়াড়। দেশটির শরিয়া আইনে তাকে গ্রেফতার করা হয়। বিবিসির প্রতিবেদনে বলা হয়, আলিরেজা জাপালাঘি ইরানের একজন জনপ্রিয় পার্কর অ্যাথলেট। তিনি তার স্টান্ট সহযোগী ও প্রেমিকাকে ছাদে নিয়ে চুমু খান। ঘটনার ভিডিও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। পরে তাকে তেহরান সাইবার পুলিশ গ্রেফতার করে। তেহরান পুলিশ বলছে, তাদের কার্যকলাপ ইরানের রীতি ও শরিয়া আইন বিরোধী ছিলো। তারা আইন ভঙ্গ করেছেন। তাই তাদের গ্রেফতার করা হয়েছে। এর আগেও আলিরিজা তার প্রেমিকাকে নিয়ে তোলো এমন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন।
শপিং মলে অভিনব পন্থা, পায়ের ছোঁয়ায় চলছে লিফট!
2020-05-24 05:10:40
বাংলাদেশ প্রতিদিন, ২৪ মে, ২০২০ ১০:০০
হাতের আঙুলের পরিবর্তে পা ব্যবহার করে শপিং মলে লিফট নিয়ন্ত্রণ করার এক অভিনব দৃশ্য দেখা গেছে ব্যাংককে। ব্যাংককের সিকন স্কোয়ার মলে এমন লিফটের ব্যবস্থা করা হয়েছে যা ব্যবহার করতে কোনও ভাবেই হাত লাগাতে হবে না, সবই পা দিয়ে করা যাবে। নীচ থেকে উপরে বা উপর থেকে নীচে লিফট ডাকার জন্য দুটি প্যাডেলের ব্যবস্থা করা হয়েছে। আর লিফটের ভিতর বিভিন্ন তলায় যাওয়ার জন্য একটি করে প্যাডেলের ব্যবস্থা করা হয়েছে। যাতে পা দিয়ে চাপ দিলেই নির্দিষ্ট তলায় পৌঁছে যাবে লিফটটি। সোশ্যাল মিডিয়ায় এমন একটি ব্যবস্থার দৃশ্য ভাইরাল হতে সময় নেয়নি। ভিডিওটি সিজিটিএন নামে এক সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেলে ২০ মে পোস্ট হয়েছে। সেখানে কয়েক হাজার বার দেখা হয়েছে ভিডিয়োটি। সেই সঙ্গে প্রচুর শেয়ার পেয়েছে সেটি।
সেই বিমান দুর্ঘটনার ‘বীভৎস’ ভিডিও ভাইরাল
2020-05-23 05:31:20
আমাদের সময়, ২৩ মে ২০২০ ০২:৪২ আপডেট: ২৩ মে ২০২০ ০২:৪৩
পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) একটি উড়োজাহাজ করাচির আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে। ওই বিমানটি করাচির উদ্দেশে লাহোর থেকে ১০৭ জন আরোহী নিয়ে যাত্রা শুরু করেছিল। এই বিমান দুর্ঘটনায় যাত্রীদের মধ্যে মাত্র একজন বেঁচে আছেন বলে জানা গেছে। সিন্ধু প্রদেশের মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে ভয়াবহ সেই দুর্ঘটনার একটি সিসিটিভি প্রকাশ করেছে কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম কলকাতা টোয়েন্টিফোর সেভেন। এতে দেখা যায়, পিআইএর ওই উড়োজাহাজটি ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছে। হঠাৎ করেই পড়ে যায়। এরপর ধোঁয়ার কুণ্ডলি উড়তে থাকে। সামাজিকমাধ্যমেও ভিডিওটি ভাইরাল হয়ে যায়। হাজার হাজার নেটিজেন ভিডিওটি দেখে মন্তব্য করেন। বেশিরভাগেরর মন্তব্যে ‘বীভৎস দুর্ঘটনা’ শব্দটি উল্লেখ হয়। লাহোর থেকে যাত্রা শুরু করে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) বিমানটি করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিল। বিমানবন্দর থেকে বিমানটি মাত্র প্রায় এক মিনিটের দূরত্বে বিধ্বস্ত হয়। পিআইএ’র মুখপাত্র আবদুল সাত্তারের বরাত দিয়ে দেশটির ইংরেজি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, লাহোর থেকে ছেড়ে আসা ফ্লাইট এ-৩২০ করাচির জিন্নাহ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামার কয়েক মিনিট আগে কাছের একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। ওই ফ্লাইটে ৯৯ জন যাত্রী এবং ৮ জন ক্রু ছিলেন। দুর্ঘটনার পরপরই সেনাবাহিনীর উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছে কাজ শুরু করে।
ভিডিও