Thursday || April 25, 2024 Online Tech News Portal
img

Posted on : 2020-04-19 10:09:14

News Source : চ্যানেল ২৪, ১৯ এপ্রিল, ২০২০ ১০:২২

বিশ্বে প্রাণহানি ১ লাখ ৬০ হাজার ছাড়ালো, আক্রান্ত ২৩ লাখ

করোনায় বিশ্বে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৬০ হাজারের বেশি। বিশ্বব্যাপি আক্রান্ত হয়েছেন ২৩ লাখ ২৯ হাজারের বেশি মানুষ। এরমধ্যে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা প্রায় ৩৯ হাজার।

তবে নিউইয়র্কে প্রাণহানির সংখ্যা কমেছে। শহরটির ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের সাড়ে ছয়শো সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

মেরিল্যান্ড, ইন্ডিয়ানা, নিউ হ্যাম্পশায়ারসহ কয়েকটি রাজ্যে লকডাউন বিরোধী বিক্ষোভ হয়েছে। চলতি সপ্তাহেই টেক্সাস, ভারমোন্টের লকডাউন শিথিলের কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

যুক্তরাজ্যে একশো ২৩ বাংলাদেশিসহ প্রাণহানি ১৫ হাজার ছাড়িয়েছে। ইরানকে ছাড়িয়ে মধ্যপ্রাচ্যে করোনায় সর্বোচ্চ আক্রান্ত তুরস্কে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ছাড়িয়েছে। প্রাণহানি কিছুটা কমায় ইরানের রাজধানী তেহরানে দোকান, ফ্যাক্টরিসহ কিছু প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে।

২৪ ঘণ্টায় স্পেনে পাঁচশো ৬৫, ইতালিতে চারশো ৮২ আর ফ্রান্সে প্রাণ গেছে ছয়শো ৪২ জনের। নাইজেরিয়ায় করোনায় প্রাণ গেছে দেশটির প্রেসিডেন্টের চিফ অব স্টাফের।

ভিডিও