Friday || April 26, 2024 Online Tech News Portal
img

Posted on : 2020-05-12 14:38:14

News Source : বাংলাদেশ প্রতিদিন, ১২ মে, ২০২০ ১৯:৪২

বিশ্বের সবচেয়ে বড় দানবাক্স বুর্জ খলিফা!

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত পুরো বিশ্ব। করোনার কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নিম্ন আয়ের মানুষ।

তাই নিম্ন আয়ের মানুষদের খাবার দেয়ার উদ্দেশ্যে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন সংযুক্ত আরব আমিরাতের বুর্জ খলিফাকে দান বাক্সের নকশায় সাজানো হয়। যার মাধ্যমে দরিদ্রদের জন্য অর্থ উত্তোলনের প্রচারণা চালানো হচ্ছে। জমকালো আলোতে ভবনটির সেই দৃশ্য ফুটে উঠেছে।

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ইতোমধ্যে করোনা ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে ১২ লাখ মিল বা খাবার পার্সেল বিতরণ করা হয়েছে। দরিদ্রদের খাবার বিতরণের এ উদ্যোগে নেতৃত্ব দিচ্ছে মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম গ্লোবাল ইনেশিয়েটিভ (এমবিআরজিআই)। তাদের লক্ষ্য রমজানের কম আয়ের মানুষদের মাঝে এক কোটি মিল সরবরাহ করা। এতে করে বুর্জ খলিফা এখন বিশ্বের সবচেয়ে বড় দানবাক্সে পরিণত হয়েছে।

ভিডিও