Friday || March 29, 2024 Online Tech News Portal
img

Posted on : 2020-04-11 15:51:18

News Source : ডিজিবাংলা.টেক, ফেব্রুয়ারি ৯, ২০২০

ভূমির ডিজিটাল রূপান্তরে ব্লকচেইন ও আই প্রযুক্তি ব্যবহারের আহ্বান

ভূমি প্রশাসনের ডিজিটাল রূপান্তরে ব্লকচেইন ও এআই প্রযুক্তির ব্যবহার এবং বেসিস সদস্য প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্স করার দাবি জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। সরকারি কাজের সীমাবদ্ধতা দূর করতে এই রূপান্তরের কাজটি এক ছাতার নিচে নিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা।

বেসিস সফট এক্সপোর শেষ দিন রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠিত ‘টওয়ার্ডস হোলিস্টিক অটোমেটেড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন’ সভায় এসব কথা উঠে আসে।

বক্তারা বলেছেন, প্রসেসগত জটিলতা, ডেটার সহজলভ্যতা এবং প্রশাসনিক জটিলতা কাটাতে না গেলে ভূমির ডিজিটাল রূপান্তর দুরূহ। ৫০টির মতো সফটওয়্যার সল্যুশন প্রয়োজন হবে ভূমির ডিজিটাল রূপান্তরের সমন্বিত কাঠামো গঠন করতে হবে।

সভার শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেসিস প্রাক্তন সভাপতি হাবিবুল্লাহ এন করিম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

আলোচনায় অংশ নেন বেসিস সভাপতি প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবীর, বেসিস সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারহানা, এটুআই পরিচালক আব্দুল মান্নান, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তসলিমুল ইসলাম, এটুআই চিফ টেকনোলজি অফিসার আলফে এলাহী মানিক প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে জানানো হয় ভূমির ডিজিটাল রূপান্তরে ৪৮৮ উপজেলায় ই-মিউটেশন, ৭৮৮ জনকে প্রশিক্ষক, ৫৬০০ কে প্রশিক্ষণ এবং ৪ কোটি খতিয়ান ডিজিটাল হয়েছে। ঢাকায় অনলাইনে খতিয়ান সেবা চালু করা হয়েছে। ডিজিটাল কোর্ট ফি, ডিজিটাল সিগনেচারের মাধ্যমে এখন নতুন ধাপে যাওয়া হচ্ছে।

ভিডিও