Friday || April 26, 2024 Online Tech News Portal
img

Posted on : 2020-04-14 06:57:19

News Source : ডিজিবাংলা.টেক, এপ্রিল ১২, ২০২০

করোনায় জীবিকা ঝুঁকিতে কম্পিউটার হার্ডওয়্যার খাতের ৬০ হাজার পরিবার

করোনা থাবায় ইতোমধ্যেই দুই হাজার কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে দেশের কম্পিউটার হার্ডওয়্যার খাত। ফলে ঝুঁকির মুখে পড়েছে এই খাতের সঙ্গে সংশ্লিষ্ট ৬০ হাজার পরিবার। শুধু তাই নয়, যেকোনো সময় মুখ থুবড়ে পড়তে পারে ব্যাংকিং সেবা সহ অন্যান্য ডিজিটাল সেবা খাতও।
ডিজিবাংলা’র সঙ্গে আলাপকালে এমনটাই জানালেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি শাহিদ-উল-মুনীর।
ডিজিটাল সেবা ব্যবস্থাকে নিরবিচ্ছিন্ন রাখতে হার্ডওয়্যার শিল্পখাতকেও জরুরী সেবার আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি ক্ষতি পুষিয়ে নিতে সরকারের কাছে ৬৮০ কোটি টাকার অনুদান ছাড়াও সহজ শর্তে ঋণ সুবিধাও চেয়েছেন কম্পিউটার হার্ডওয়্যার খাতের এই নেতা।

বর্তমানে বিসিএস এর সদস্য সংখ্যা ১৯২০ হলেও এই খাতের মাধ্যমে ৬০ হাজারের বেশি পরিবার জীবিকা নির্বাহ করছেন জানিয়ে শাহিদ-উল মুনীর বলেন, “এখন আমাদের মার্কেট প্লেসগুলো বন্ধ রয়েছে। আমাদের সকল ব্যবসায়ী ও কর্মচারীরা ঘরে অবস্থান করছে। এটা আমাদের জন্য বড় রকমের ক্ষতির কারণ।”
তিনি আরো বলেন, “ই-ক্যাব, আইএসপিএবি, বিসিএস সবারই ব্যকবোন হার্ডওয়্যার। তাই সীমিত আকারে এই সেবা চালু রাখতে আমরা সরকারের কাছে আবেদন করেছি।”

ভিডিও