Friday || April 26, 2024 Online Tech News Portal
img

Posted on : 2020-04-18 16:32:00

News Source : ১৭:২৭, ১৮ এপ্রিল, ২০২০

সুস্মিতার মিস ইন্ডিয়া গাউন বানিয়েছিলেন গ্যারেজের দর্জি

সালটা ১৯৯৪, সে বছরই মিস ইন্ডিয়া ও মিস ইউনিভার্স-এর খেতাব জেতেন সুস্মিতা সেন। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৮। মিস ইন্ডিয়া ও ইউনিভার্সের খেতাব জিতে আলোচনায় উঠে এসেছিলেন সুস্মিতা। তবে অনেকেই হয়ত জানেন না মিস ইন্ডিয়া প্রতিযোগিতা সুস্মিতা যে গাউন পরেছিলেন সেটা কার বানানো?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে সুস্মিতা সেনের পুরনো একটি ভিডিও । যেখানে প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেনকে বলতে শোনা যাচ্ছে, ‘এত টাকা ছিল না, ডিজাইনারের গাউন পরে স্টেজে উঠব। ৪টা পোশাকের প্রয়োজন ছিল। আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিলাম, তাই কতটা করা সম্ভব, কতটা সম্ভব নয়, সেটা আমি ভালো করেই জানতাম।

মা শুনে বলেছিল, কাপড় দেখতে লোক আসবে না, তোমায় দেখতে আসবে। তারপর সরোজিনী নগর মার্কেট থেকে কাপড় কিনে আনলাম। আমাদের নিচে গ্যারাজে পেটিকোট সেলাই করে এক ব্যক্তি ছিল। ওকে দিয়ে বলল, টিভিতে দেখাবে, ভালো করে বানাবেন। উনিই আমার সেই গাউন বানিয়েছিলেন। পরে বেঁচে যাওয়া কাপড় দিয়ে ফুল বানিয়ে ওই গাউনে মা বসিয়ে দিয়েছিলেন। আর নতুন কালো মোজা কিনে তাতে গার্ডার লাগিয়ে গ্লাভস বানিয়ে পরেছিলাম।’

সুস্মিতা আরও বলেন, ‘যে দিন আমি মিস ইন্ডিয়া হয়েছিলাম, ওই দিনটি আমার কাছে একটা বড় দিন ছিল। মানুষ যদি কিছু চায়, তাহলে তার জন্য টাকা নয়, ইচ্চাটাই বড় কথা।’

১৯৯৪ সালে প্রথমে মিস ইন্ডিয়া, তারপর মিস ইউনিভার্স খেতাব জেতেন সুস্মিতা, আর মিস ওয়ার্ল্ড খেতাব জেতেন ঐশ্বর্য রাই বচ্চন।

ভিডিও