Tuesday || April 23, 2024 Online Tech News Portal
img

Posted on : 2020-04-11 16:00:12

News Source : ডিজিবাংলা.টেক, ফেব্রুয়ারি ৭, ২০২০

কম্পিউটার পাঠ্যে সাইবার ইথিকস অন্তর্ভূক্তির দাবি

শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাইকে সাইবার সচেতন হতে করার প্রতি গুরুত্বারোপ করে শিশুদের ইন্টারনেট ব্যবহারকে নজরদারিতে আনার পাশাপাশি অভিভাবকদের প্রযুক্তি শেখার ক্ষেত্রে শিশুর ওপর নির্ভরশীল না হওয়ার পরামর্শ দিয়েছেন খাত সংশ্লিষ্টরা। এছাড়াও অর্থনৈতিক ক্ষতির চেয়েও ব্যাক্তিক ও সামাজিক ক্ষতির বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করেছেন বক্তারা। ইন্টারনেট একটি বৈশ্বিক যোগাযোগ মাধ্যম হওয়ায় আন্তঃদেশীয় রাষ্ট্র ও প্রতিষ্ঠান পর্যায়ে সরকারের যোগাযোগ ও প্রভাব বাড়ানোর প্রতিও গুরুত্বারোপ করা হয়েছে।

বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) চলমান বেসিস সফট এক্সপো’র দ্বিতীয় দিন শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত ‘প্রক্যেকের জন্যই ইন্টারনেটের মহাসড়কে নিরাপদ রাখি’শীর্ষক সেমিনারে এমন পরামর্শ উঠে আসে।

৮৮ ইনোভেশনস এর সিইও প্রকৌশলী জুবায়ের কবিরের সঞ্চালনায় টেকনো হ্যাভেন ব্যবস্থাপনা পরিচালক হাবিবুল্লাহ খান, বেসিস এর প্রাক্তন প্রেসিডেন্ট সারওয়ার আলম, প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি কে এম সাখওয়াত মুন, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত কমিশনার এবং বর্তমান কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম বক্তব্য রাখেন।

শুধু হার্ডওয়্যার বা সফটওয়্যার নয় পাঠ্যসূচিতে সাইবার ইথিকস অন্তর্ভূক্তির পরামর্শ দেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত কমিশনার এবং বর্তমান কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম। তিনি বলেন, অ্যাড-অনসের মতো চোরাবালি থেকে রক্ষা করতে দেশীয় সল্যুশন-সফটওয়্যার তৈরি ও ব্যবহারের পরামর্শ দেন তিনি।

ভিডিও