Saturday || April 27, 2024 Online Tech News Portal
img

Posted on : 2020-04-11 16:01:32

News Source : ডিজিবাংলা.টেক, ফেব্রুয়ারি ৭, ২০২০

‘প্রযুক্তির সঙ্গে সৃজনশীলতাও লাগবে, প্রয়োজন দরকষাকষি দক্ষতাও’

সামনের দিনে দক্ষতায় পরিবর্তন আসছে। তাই আগামীর জন্য প্রযুক্তির সঙ্গে সৃজনশীলতা ও জটিল সমস্যার সমাধান ও দরকষাকষি দক্ষতা অর্জন করতে নির্দেশনা দিলেন বিশেষজ্ঞরা। বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলমান বেসিস সফট এক্সপো’র দ্বিতীয় দিন শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত ‘টেক টক’ সেশনে এই পরামর্শ দেয়া হয়।

৪র্থ শিল্প বিপ্লবের প্রযুক্তি এআর, ভিআর, থ্রিডি প্রিন্টিং, রোবটিকস, অটোমেশন, ইন্টারনেট অব থিংস, ব্লকচেইন, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স, জিও ইঞ্জিনিয়ারিং ইত্যাদি বিষয়ে প্রাণবন্ত আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ‌্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. লাফিফা জামাল।

অন্যদিকে ভয়েস ল্যাঙ্গুজ নিয়ে আলোকপাত করেন মেহেদী হাসান, বিগডেটা নিয়ে এ কে ফায়জুল্লাহ বাবর, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর প্রমুখ।

আলোচনায় বক্তারা বলেন, মেশিন লার্নিং এর মাধ্যমে আমরা ডেটার প্যাটার্ন নির্ধারণ করে ভবিষ্যতবাণী করতে পারি। আর্টিফিশিয়াল ইনটিলিজেন্স অর্জন করতে পারি। এর মাধ্যমেই গত বছরই করোনা ভাইরাসের সতর্কবার্তা পেয়েছিলো চীন। তবে অ্যালগরিদমের দুর্বলতার কারণে এখনো পুরোপুরিভাবে ইমেজ ডিটেকশন করা সম্ভব হয়নি। তাই এ ক্ষেত্রে আমাদের আরো গবেষণার সুযোগ রয়েছে। ন্যাচারাল ল্যাঙ্গুজ নিয়ে দেশে গবেষণার অবারিত সুযোগ রয়েছে।

উপস্থিত দর্শনার্থীদের প্রশ্নের জবাবে মেহেদী হাসান জানান, অ্যালেক্স বা গুগল সবসময় সচল থাকে না। কেবল ‘ওয়েক ওয়ার্ড’ বলা মাত্রই জেগে ওঠে। তারপরও ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে উদ্বিগ্ন থাকতেই পারে।

প্রযুক্তির সঠিক ও সময়োপযোগী ব্যবহার নিশ্চিত করা না গেলে বিপরীতমুখী হুমকী থাকতেই পারে বলে মত দেন আলমাস কবীর।

ভিডিও