Friday || April 19, 2024 Online Tech News Portal
img

Posted on : 2020-04-11 15:53:12

News Source : ডিজিবাংলা.টেক, ফেব্রুয়ারি ৮, ২০২০

আইসিটি রপ্তানি আয় লক্ষ্যপূরণে কান্ট্রি ব্র্যান্ডিং ও এনআরবি সমর্থন দাবি

সফটওয়্যার ও আইটিএস সেবা খাত থেকে ৫০ কোটি মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা আয়ের লক্ষ্য অর্জন করতে কান্ট্রি ব্র্যন্ডিং এবং প্রবাসী বাংলাদেশীদের সহায়তা কামনা করেছেন খাত সংশ্লিষ্টরা। একই সঙ্গে আইসিটি শিল্প গড়ে তুলতে এই খাতের আইসিটি বিভাগের সমন্বয়ে অন্যান্য মন্ত্রণালয়কে এই খাতের সঙ্গে অন্তর্ভূক্ত করার আহ্বান জানানো হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)’র ১ নং হলে গুলনকশায় অনুষ্ঠিত রোড টু জার্নি অব ফাইভ বিলিয়ন ইউএসডি এক্সপোর্ট শীর্ষক দুই ঘণ্টাব্যপী সভায় এই আহ্বান জানানো হয়।

কি-নোট উপস্থাপন করেন এটুআই-এর চিফ স্ট্রটেজিস্ট (ই-গভর্ন্যান্স) ফরহাদ জাহিদ শেখ।

ড্রিম ৭১ ব্যবস্থাপনা পরিচালক রাশাদ কবীরের সঞ্চালনায় সেমিনারে আলোচনা করেন জেএস সল্যুশন লিমিটেড ব্যস্থাপনা পরিচালক সৈয়দা দিনা, জেনেক্স ইনফোসিস সিইও প্রিন্স মজুমদার, অগমেডিক্স কান্ট্রি ডিরেক্টর রাশাদ নোমান, গ্রাফিক পিপল ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইলাহি, আস্থা আইটি রিসার্স অ্যান্ড কনসাল্টেন্সি’র ব্যবস্থাপনা পরিচালক হাসনাইন রিজভি রহমান, বিজেআইটি’র সিওও মেহেদী মাসুদ এবং ব্রেইন স্টেশন ২৩ সিইও রাইসুল কবির।

আলেচনায় সভাপতিত্ব করেন অতিরিক্ত সচিব রাশেদুল ইসলাম। সমপনী বক্তব্য দেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর।

ভিডিও