Thursday || April 25, 2024 Online Tech News Portal
img

Posted on : 2020-05-12 14:51:50

News Source : আমাদের সময়, ১২ মে ২০২০ ১৩:২৫ | আপডেট: ১২ মে ২০২০ ১৩:৩২

এটিএম মেশিনে সাপের আস্তানা!

অটোমেটেড টেলার মেশিনের (এটিএম) ভেতর টাকা থাকবে-এটাই স্বাভাবিক। তবে এটিএম বুথে যদি বিশাল আকৃতির সাপ থাকে, তবে ভয় পাওয়ারই কথা। বাস্তবে ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদ এলাকার গোবিন্দপুর থেকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে এমনটাই দেখা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দেশটির গাজিয়াবাদে আইসিআইসিআই ব্যাংকের এটিএম বুথে গত বুধবার এই ঘটনা ঘটে। স্থানীয়রা বন বিভাগকে খবর দিলে কর্মকর্তারা এসে সাপটি নিয়ে যান। তবে সাপটি বিষাক্ত ছিল বলে জানিয়েছেন বন বিভাগের এক কর্মকর্তা।

ভিডিওতে দেখা গেছে, সাপটি মেঝে দিয়ে ধীরে ধীরে মেশিনের সম্মুখভাগে এটিএম কিওস্কের যে ছিদ্র, সেখান দিয়ে ভেতরে চলে যাচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে স্থানীয়দের বলতে শোনা যায়, ‘ইয়ে আন্দর চল গ্যায়া (ভেতরে চলে গেছে।)’

ভারতের এটিএম বুথে বিভিন্ন প্রাণীর ঢুকে পড়া নতুন কিছু নয়। কিছুদিন আগে দিল্লির একটি বুথে বানর নিয়ে খুব ঝামেলা হয়। ভিডিওতে দেখা যায়, বানরটি বুথ থেকে কিছুতেই বের হচ্ছিল না।

ভিডিও