Friday || April 26, 2024 Online Tech News Portal
img

Posted on : 2020-04-11 15:49:38

News Source : ডিজিবাংলা.টেক, ফেব্রুয়ারি ৯, ২০২০

ইন্ডাস্ট্রিকে স্মার্ট করবে ৫জি

৪র্থ শিল্প বিপ্লেবের মূল রসদ ৫জি। এই তরঙ্গ কেবল মানুষকে নয়, যন্ত্র এমনকি পুরো ইন্ডাস্ট্রিকেই সংযুক্ত করবে একটি নেটওয়ার্কে। প্রতিটি শিল্প-করখানা স্মার্ট ইন্ডাস্ট্রিতে রূপান্তরিত হবে। এটি মোবাইল ব্রডব্যান্ড সুবিধা দেবে। তবে এই তরঙ্গ প্রজন্ম বর্ণনায় ভগ্নাংশ সংখ্যা ব্যবহার না করাই ভালো।

বেসিস সফট এক্সপোর শেষ দিনে রোববার (৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ‘বাংলাদেশের প্রেক্ষিতে ৫জি ও আইওটি’ বিষয়ক আলোচনা সভায় এমন কথা বলেন বক্তারা।

আলোচনা সভার শুরুতেই স্বাগত বক্তব্য দেন বেসিস সফট এক্সপো ২০০ আহ্বায়ক মুশফিকুর রহমান। এরপর ৫জি’র সম্ভাবনা ও চ্যালেঞ্জ এর ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন এরিকসন বাংলাদেশ লিমিটেড এর হেড অব নেটওয়ার্ক সল্যুশন আব্দুস সালাম। প্রেজেন্টেশনের মাধ্যমে ৫জির অভ্যুদ্বয়ের অতীত ও ভবিষ্যত তুলে ধরেন হুয়াওয়ে টেকনোলজিস এর মিঃ ঝু।

আলোচনায় অংশ নেন সামিট কমিউনিকেশন সিইও আরিফ আল ইসলাম, রবি আজিয়েটার হেড অব প্লানিং শামসুর রহমান টুটুল, বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার তাইমুর রহমান, হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের সিইও ঝাং ঝেংজুন, বিটিআরসি’র স্পেকট্রাম বিভাগের কমিশনরা আমিনুল হাসান, ব্রাক নেট সিইও সৈয়দ ফারুক আহমেদ ও গ্রামীণফোনের জেনারেল ম্যানেজার (হেড অব প্লানিং অ্যান্ড ডেপ্লয়মেন) মোইনুল মোমেন।

এছাড়াও উপস্থিত ছিলেন রবি আজিয়েটার সাবেক সিটিও এ কে এম মোর্শেদ, এরিকসন শ্রীলঙ্কা’র সিইও মিঃ বিনোদ উপস্থিত ছিলেন।

আলোচনা পরিচালনা করেন খালেদ শামস।

ভিডিও