Tuesday || April 23, 2024 Online Tech News Portal
img

Posted on : 2020-05-12 14:36:15

News Source : বাংলাদেশ প্রতিদিন, ১২ মে, ২০২০ ১৭:৪৯

লাদাখ সীমান্তে চীনা হেলিকপ্টার, যুদ্ধবিমান মোতায়েন ভারতের

উত্তর সিকিমে চীন ও ভারত সেনাদের মধ্যে চলা উত্তেজনার মধ্যেই লাদাখে সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলএসি) খুব কাছে চীনা সামরিক হেলিকপ্টার চলে আসে। এর পাল্টা ব্যবস্থা হিসেবে যুদ্ধ বিমান মোতায়েন করেছে ভারত।

মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম বলা হয়, লাদাখ সীমান্তের খুব কাছে চীনা হেলিকপ্টার দেখতে পেয়ে ভারতের যুদ্ধবিমান তাদের তাড়া দেয়। এই ঘটনা ঘটেছে গত সপ্তাহে।

খবরে বলা হচ্ছে, উত্তর সিকিমে চীনা লিবারেশন আর্মি সেনা ও ভারতীয় সেনাদের মধ্যে ধস্তাধস্তির পর উভয় পক্ষই আহত হয়েছিল। চীন লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতের বিপক্ষে লড়াইয়ের পথে আসছে বলে মনে করা হচ্ছে।
সরকারি সূত্র সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছে, সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর চীনা হেলিকপ্টার চলে আসে। এরপরই ভারতীয় যুদ্ধবিমান ওই এলাকায় টহলে যায়।

বলা হচ্ছে, এ ঘটনার পরপরই ভারতের লেহ বিমান ঘাঁটি থেকে সুখোই৩০এমকেআই যুদ্ধবিমানসহ অন্যান্য বিমান টহলে অংশ নেয়।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে খবর, দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে এই ধরনের ঘটনা ঘটেই থাকে। পরে পতাকা বৈঠক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এক্ষেত্রেও সেটা হয়েছে। যদিও বেশ কয়েক মাস পর এভাবে ভারত-চীন সীমান্তে ফের উত্তেজনা বাড়ল বলে জানিয়েছে মন্ত্রণালয়।

এ বিষয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে দাবি, এলএসিতে পিএলএ শান্তি-স্থিতি বজায়ে কাজ করে। দুই দেশের উচিত দ্বিপাক্ষিপক আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যা সমাধান করা। আমরা সবসময় ভারতীয় সেনার সঙ্গে সমন্বয় রেখেই সীমান্ত ব্যবস্থা মজবুত রাখি। সূত্র: এনডিটিভি।

ভিডিও