Friday || April 19, 2024 Online Tech News Portal
img

সিরাজগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত

Posted on : 2020-04-20 03:49:21

News Source : বাংলাদেশ প্রতিদিন, ২০ এপ্রিল, ২০২০ ০২:৩৯

সিরাজগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় রজব আলী (৬৫) নামে এক বৃদ্ধের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রজব আলীই জেলায় প্রথম করোনা রোগী হিসেবে শনাক্ত হলো।

তার বাড়ি সিরাজগঞ্জের এনায়েতপুর থানার এনায়েতপুর গ্রামে। তিনি নারায়ণগঞ্জ থেকে করোনার উপসর্গ নিয়ে সিরাজগঞ্জে এসেছিলেন।

বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত ) মো. রহমতুল্লাহ জানান, প্রায় ১০ দিন আগে বৃদ্ধ রজব আলী করোনার উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ থেকে নিজ বাড়ি শাহজাদপুর উপজেলার এনায়েতপুরে এসেছিলেন। করোনার লক্ষণ থাকায় প্রতিবেশীদের চাপে বাড়ির লোকজন তাকে তাড়িয়ে দেয়। পরে ওই বৃদ্ধ বেলকুচির গোপরেখী এলাকায় তার ভায়রার বাড়িতে আশ্রয় নেয়। অসুস্থ্য থাকায় প্রথমে তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। কিন্তু তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান। পরে স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম গোপরেখীর ওই বাড়িতে তাকে কোয়ারেন্টাইনে রাখে এবং নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় রবিবার রাজশাহী মেডিকেলের পাঠানো প্রতিবেদনে ওই বৃদ্ধের শরীরে করোনা পজিটিভ এসেছে।

তিনি আরও জানান, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মীসহ ঘটনাস্থলে যাচ্ছি। পরিস্থিতি পর্যবেক্ষণ করে ওই বাড়িসহ আশপাশের এলাকা লকডাউন ঘোষণার সিদ্ধান্ত নেয়া হবে।

সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বেশ কয়েকজনের নমুনা পাঠানো হয়েছিল। এরমধ্যে বৃদ্ধসহ আরও কয়েকজনের রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছেছে। রিপোর্টে বৃদ্ধ রজব আলীর শরীরে করোনাভাইরাস পজিটিভ। অন্য সবগুলো রিপোর্ট নেগেটিভ।

জাতীয়