Friday || April 19, 2024 Online Tech News Portal
img

যে কারণে অনুমোদন পায়নি গণস্বাস্থ্য কেন্দ্রের কিট

Posted on : 2020-05-11 15:34:36

News Source : বাংলাদেশ জার্নাল, ১১ মে ২০২০, ১৭:৩০

যে কারণে অনুমোদন পায়নি গণস্বাস্থ্য কেন্দ্রের কিট

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন পর্যন্ত বিশ্বের কোনো দেশকেই র‌্যাপিড কিট পরীক্ষার অনুমোদন না দেয়ায় গণস্বাস্থ্যের র‌্যাপিড কিট পরীক্ষারও আপতত কোনো সুযোগ নেই। এ কথা জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত মিডিয়া সেলের আহ্বায়ক ও মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান খান।

তবে ভবিষ্যতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে অনুমোদিত ও নির্দেশিত হলে গণস্বাস্থ্যের কিট গ্রহণে সরকারের কোনো আপত্তি থাকবে না বলেও জানান তিনি।

সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে হাবিবুর রহমান খান এসব কথা বলেন।

হাবিবুর রহমান খান বলেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ কিট পরীক্ষার বিষয়াদি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও ঔষধ প্রশাসনকে যেভাবে দোষারোপ করেছেন তা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রকৃতপক্ষে গণস্বাস্থ্য তাদের দাবির ক্ষেত্রে কোনো রকম প্রটোকল মেইনটেইন করেনি। গণস্বাস্থ্য কেন্দ্র তাদের পর্যাপ্ত প্রস্তুতি না রেখেই ঢালাওভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে দোষারোপ করেছেন।

তিনি জানান, সরকারের হাতে ১ লাখেরও বেশি করোনাভাইরাস শনাক্ত করার কিট মজুদ রয়েছে। করোনা প্রতিরোধে খুব দ্রুতই আরো ২ হাজার চিকিৎসক ও ৬ হাজার নার্স নিয়োগ দেয়া হবে বলেও জানান হাবিবুর রহমান।

জাতীয়