Thursday || March 28, 2024 Online Tech News Portal
img

চট্টগ্রামে করোনা আক্রান্তদের নজরদারিতে অ্যাপ

Posted on : 2020-04-10 15:35:52

News Source : ডিজিবাংলা.টেক, এপ্রিল ১০, ২০২০

চট্টগ্রামে করোনা আক্রান্তদের নজরদারিতে অ্যাপ

করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে থাকা ব্যক্তি এবং বিদেশ হতে আগত ব্যক্তিদের হোম কোয়ারেন্টিনে থাকা মানুষের ওপর নজর রাখছে অ্যাপ। নিরাপদ- Stay Home, Stay Safe নামের এই অ্যাপটি তৈরি করেছে ইনোভেস টেকনোলজিস (https://inovacetech.com)।

ইতোমধ্যেই এটি ব্যবহার শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। সেখানে ১৬টি থানার পাশাপাশি ৪১ জন হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিকে এই অ্যাপের মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সিএমপি কমিশনার মাহাবুবর রহমান অ্যাপটির ব্যবহার উদ্বোধন করেন।

অ্যাপটি বিষয়ে ইনোভেস টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ খান ডিজিবাংলাকে- জানান, জিও ফেন্সিং টেকনোলজির মাধ্যমে হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের অবস্থান নিশ্চিত করবে। এটি ব্যবহারের মাধ্যমে হোম কোয়ারেন্টিনে থাকা কোন ব্যক্তি নির্দিষ্ট স্থানের বাহিরে যাওয়ার চেষ্টা করলে উক্ত ব্যক্তিকে নোটিফিকেশন এর মাধ্যমে সতর্ক করবে এবং ওয়েব ভিত্তিক এ্যাডমিন প্যানেল এর মাধ্যমে থানার মনিটরিং ইউনিটকে তাৎক্ষনিক তথ্য প্রদান করবে। যার ফলে হোম কোয়ারেন্টিন মনিটরিং কার্যক্রম তাৎক্ষনিক, কার্যকর এবং সময় সাশ্রয়ী হবে।

অ্যাপটি ব্যবহারের ফলে পুলিশ সদস্যদের সংস্পর্শজনিত কারণে করোনাভাইরাস আক্রান্ত হওয়ার স্বাস্থ্য ঝুঁকি হ্রাস করবে বলেও জানান তিনি।

মিনহাজ খান বলেন, প্রাথমিকভাবে চট্টগ্রাম মহানগরীর ১৬টি থানায় এটির কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে সারা দেশে এই অ্যাপ এবং ওয়েব বেইজড সিস্টেম (থানা ভিত্তিক মনিটরিং কার্যক্রম) এর কার্যক্রম বিস্তৃত করা হবে। অ্যাপটি সবার জন্য উন্মুক্ত। যে কেই চাইলেই নিজেদের সুরক্ষায় আমাদের ওয়েবসাইট থেকে নামিয়ে এটি ব্যবহার করতে পারে।

জাতীয়